দেশে মহিলাদের কর্মসংস্থান হচ্ছে

কেন্দ্রীয় সরকার নতুন জলশক্তি মন্ত্রক গঠন করেছে। এই মন্ত্রকের কাজকর্মের জন্য দেশে ৩০ লক্ষ ৭৫ হাজার গ্রামীণ মহিলা নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। দেশের ৭ লাখ ৫০ হাজার গ্রামে মহিলাদের কর্মসংস্থান হবে জলশক্তি মন্ত্রকের মাধ্যমে। এই মহিলাদের মূল কাজ হবে পানীয় জলের গুণাগুণ পরীক্ষা করা। সবাইকে কেন্দ্রীয় সরকারের তরফে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই ভারতের ২৫৬ জেলায় জল সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে। প্রথমে এই জেলাগুলিতেই নজর দেওয়া হবে।

                 মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ও বস্ত্র মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি এমনটাই জানিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রক মহিলাদের কর্মসংস্থানের ওপর জোর দিতে বদ্ধপরিকর। 'জনধন যোজনা'র আওতায় ৩৭ কোটি অ্যাকাউন্টের মধ্যে ১৯ কোটি ৯০ লক্ষ অ্যাকাউন্টই মহিলাদের। এছাড়া মুদ্রা যোজনায় ২০ কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ৭০ শতাংশই দেওয়া হয়েছে মেয়েদের।

                 এছাড়াও ভারত এবং ভারতের বাইরে ছোট ব্যবসা ও শিল্পের যোগাযোগের মাধ্যম হিসেবে খুব শীঘ্রই একটি পোর্টাল তৈরী করতে চাইছে কেন্দ্র। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশের জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ওই পোর্টালের মাধ্যমে দেশ-বিদেশের শিল্পপতিদের সঙ্গে ভারতীয় উদ্যোগপতিদের পার্টনারশিপ তৈরী হোক, এমনটাই চাইছে কেন্দ্র। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের সচিব অরুণকুমার পাণ্ডা জানান, বর্তমানে মন্ত্রকের কাছে ৭৫ লাখ এই ধরনের শিল্পের তালিকা রয়েছে। এই সব শিল্পকে ওই পোর্টালে যুক্ত করার আবেদন জানানো হবে। এর ফলে ভারতীয় ছোট শিল্প বিশ্বের দরবারে পৌঁছনোর সুযোগ পাবে এবং অন্যান্য দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে উন্নতি করতে পারবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...