ডিসিপি বীর ‘সূর্যবংশী’ যে অ্যান্টি করাপশন স্কোয়াডের হৃদয়, তাঁর মুখোমুখি এক ভয়ঙ্কর পৃথিবী। সাজিদ ফারাদের লেখায় এক জমজমাট থ্রিলার মুক্তি পেতে চলেছে চলতি বছরের ২৭ মার্চ। 'রোহিত শেঠি'র পরিচালনায় বহু তারকাখচিত এই ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন, রণবীর সিং, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার। অক্ষয়-এর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ, নীহারিকা রায়জাদা। সঙ্গীত পরিচালনায় রয়েছেন তনিশক বাগচী, হিমেশ রেশমিয়া এবং অন্যান্যরা।
'সূর্যবংশী'র পাশাপাশি ২০২০-২১ জুড়ে প্রায় দশটি ছবি মুক্তি পেতে চলেছে 'হারি ওম ভাটিয়া' ওরফে অক্ষয় কুমারের। 'রাঘব লরেন্সে'র পরিচালনায় 'লক্ষ্মী বোম' এবং 'আর বাল্কি'র পরিচালনায় 'মহিলামন্ডলী' একই মাসে মুক্তি পাবে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে 'চন্দ্রপ্রকাশ দ্বিবেদী'র পরিচালনায় 'পৃথ্বীরাজ'। মুম্বইয়ের পরিচালক 'অশোকে'র পরিচালনায় ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে 'দুর্গাবতী'। ডিসেম্বরে মুক্তি পাবে 'নীরজ ভেরো'র পরিচালনায় 'হেরা ফেরি-৩'। বছর শেষে আরও দুটি ছবি রয়েছে মুক্তি পাওয়ার অপেক্ষায়। 'সাবিনা খানে'র পরিচালনায় 'রাউডি রাঠোর' মুক্তি পাবে ৮ ডিসেম্বর, এছাড়াও বছর শেষে 'আনন্দ এল রাই'-এর পরিচালনায় দক্ষিণী অভিনেতা 'ধনুষ' এবং 'সারা আলী খান'-এর সাথে মুক্তি পাবে 'অতরঙ্গি রে'। পরের বছর ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ফরহাদ সামজির' পরিচালনায় 'বচ্চন পান্ডে', যেখানে 'কৃতি শ্যানন' কে দেখা যাবে অক্ষয়ের বিপরীতে। এছাড়াও ২এপ্রিল মুক্তি পাবে 'বেল বটম'।