এটা মোটেই প্রথম নয় যেখানে ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণের কথা আলোচনায় এসেছে। বার বার এসেছে। সেই কারণে পদক্ষেপও নেওয়া হয়েছিল কিন্তু সেই ভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। সেটাই এবার স্পষ্ট করে দিল সমীক্ষার রিপোর্ট।
সু ইৎজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ার গোটা বিশ্বের দূষণ পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে যে বায়ুর গুণমানের নিরিখে ভারতের নয়াদিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী। তবে, শুধু নয়াদিল্লি নয়, গোটা ভারতের অবস্থাও বেশ খারাপ।
এই নিয়ে চার বার দূষণের শীর্ষস্থান অর্জন করল ভারতের রাজধানীর। বিশ্বের দূষণ তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের পরেই তৃতীয় স্থানে রয়েছি আমরা, অর্থাৎ ভারত।
গত বছর অর্থাৎ ২০২৩ সালের তথ্যের নিরিখে রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতে গড় বার্ষিক পিএম ছিল ২.৫ প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম এবং বাংলাদেশ ও পাকিস্তানের যথাক্রমে ৭৯.৭ এবং ৭৩.৭ মাইক্রোগ্রাম।
এছাড়া ২০২২ সালের রিপোর্টে দূষণ তালিকায় ভারতের অবস্থান ছিল অষ্টম। সেই সময়ে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ছিল ৫৩.৩ মাইক্রোগ্রাম।
জানা গিয়েছে যে বিশ্বের দূষিত প্রথম ১১টি শহরের মধ্যে লাহোর বাদে বাকি ১০টিই ভারতের।এছাড়া দূষিত ৫০টি শহরের মধ্যে ৪২টি ভারতের। নয়াদিল্লিতে ২০২২ সালের বায়ুর গুণমান ছিল ৮৯.১ মাইক্রোগ্রাম এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৯২.৭।
এই বিষয়ে সমীক্ষক সংস্থাটি জানিয়েছে যে পুরো বিশ্বের ৩০ হাজার স্টেশনে বায়ুর গুণমানের নজরদারি চালানো হয়েছে। এছাড়া কম খরচ সাপেক্ষ সেন্সরও ব্যবহার করা হয়।
অন্যদিকে, হু-র রিপোর্ট দেখে জানা গিয়েছে যে প্রতি বছর বিশ্বে দূষণের জেরে ৭০ লক্ষ মানুষ প্রাণ হারান।
পরিবেশবিদরা এই বিষয়ে জানিয়েছেন যে দূষণের জেরে শ্বাসকষ্ট, ফুসফুসের নানা রোগ ক্রমশ বাড়ছে।