১৫ জুলাই থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ক্রাইম শো ‘সেকশন ৩০২’। “আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে শহরের কোথাও না কোথাও, কেউ না কেউ একটা ক্রাইমের পরিকল্পনা করছেন।“... এই ট্যাগ লাইন দিয়েই প্রোমো চলছে চ্যানেলে। টেলিভিশনের পর্দায় আরও একবার থ্রিলারের মজা পাবেন দর্শক।
শো-এর পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে ধরা দেবেন বহু শিল্পী। তাঁদের মধ্যে কয়েকজন জয় ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, তিতাস ভৌমিক। প্রোমোতে ন্যারেটার হিসেবে ধরা দিলেন রূপসা গুহ। তবে, শো’তে তাঁকে ঠিক কী ভাবে পাওয়া যাবে তা জানা যায়নি এখনও। রহস্য ক্রমশ প্রকাশ্য। সমাজের অপরাধমূলক কাজকর্ম উঠে আসবে এই শো’তে।
প্রসঙ্গত, অপরাধ মুক্ত পৃথিবী গড়ার যত চেষ্টাই করা হোক না কেন, সেই চেষ্টা বিফলে যায় যাবে। অপরাধ আসলে একটি রোগ। সমাজবিদ্যার বইয়ের পাতায় এই কথা লেখা আছে। ‘অপরাধ’ এমন এক ব্যাধি যার কোনও ওষুধ নেই। শ্রীঘরে গেলেও স্বভাব তো মরে যায় না। কেউ আবার সেই চেনা ছকেই ফেরে। কেউ হয়ত নিজেকে পালটায়। তবে, দ্বিতীয় দলের লোকসংখ্যা খুবই কম। নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে বিশ্ব জুড়ে। মানুষকে এই জাতীয় অপরাধ সম্বন্ধে ওয়াকিবহাল করতে বাংলা টেলিভিশন অনেকদিন আগেই উদ্যোগ নিয়েছে। ক্রাইম পেট্রল, পুলিশ ফাইল, সি আই ডি সহ আরও বেশ কিছু ক্রাইম শো সম্প্রচারিত হয় টেলিভিশনে। এবার আরও একটি সংযোজন- ‘সেকশন ৩০২’। থ্রিলার ফরম্যাটে আসছে এই শো। রিঙ্গো কয়েকদিন আগেই বানিয়েছেন ওয়েব সিরিজ ‘দ্য সেনাপতিজ’। সেখানেও এই জাতীয় ফ্লেভার ছিল পূর্ণমাত্রায়। এবার ‘সেকশন ৩০২’ কী রকমের চমক দেয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৫ জুলাই অবধি।