দিন কয়েকের মধ্যেই বাংলার ক্রিকেটারদের জন্য চালু হতে চলেছে নতুন আচরণবিধি। এই কথা জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া।
সম্প্রতি মাঠের বাইরে দিন্দার সাথে রনদেব বসুর ঝামেলা এবং দেবাং গান্ধীর সাথে মনোজ তিওয়ারির ঝামেলা ঘিরে সরগরম সিএবির অন্দরমহল। এই ঘটনাগুলি বন্ধ করার জন্যই এই নতুন আচরণবিধি চালু করার ভাবনা। এই নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী কেবলমাত্র কোচ ও অধিনায়ক কথা বলবে মিডিয়ার সাথে। এর বাইরে ম্যাচে ভাল পারফরম্যান্স করা ক্রিকেটার দলের অনুমতি নিয়ে কথা বলতে পারবে সংবাদমাধ্যমের সাথে। এছাড়াও এই বিধিতে স্বচ্ছতার বিষয়েও নজর দেওয়া হবে।
বাংলা দলের যাতে কেউ স্বার্থের সংঘাতের মত বিষয়ের সাথে জড়িয়ে না পড়েন সেই বিষয়েও লক্ষ্য রাখা হবে। নয়া আচরণবিধি চালু হলে ক্রিকেটাররা কেউ ধারাভাষ্যের কাজ বা টিভি বিশেষজ্ঞের কাজ করলেও তাতে বাঁধা থাকবে না। স্বার্থের সংঘাতের বিষয় এই বিষয়গুলিতে বেশি করে চলে আসে। তাই এদিকে নজর দেওয়া হবে।