রাজ্য জুড়ে যখন বিভিন্ন প্রকল্পের সমাহার ঘটেছে, তখনই একটি নতুন প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কম খরচে ক্যান্সার রোগ নিরাময়ের জন্য বাংলার তিনটি শহরে স্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা নিল রাজ্যসরকার।
কলকাতা সহ মুর্শিদাবাদ, বর্ধমান প্রভৃতি জেলায় চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য স্বাস্থ্যদপ্তরের এই উদ্যোগ ক্যান্সারে আক্রান্ত ব্যাক্তিদের কাছে অত্যন্ত সুবিধাজনক হবে বলে দাবি স্বাস্থ্যদপ্তরের।
এই ধরণের চিকিৎসা কেন্দ্রে রেডিও থেরাপি সহ রোগ নিরাময়ের জন্য অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজ্যের এই উদ্যোগে নিউরোমেডিসিন, মেডিক্যাল অঙ্কোলজি সহ বিভিন্ন শাখাও রয়েছে।কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ, বর্ধমানে মেডিকেল কলেজ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার নিরাময়ের এই আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের তরফে।