১৮৯ বছরের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল তাদের একটি নতুন ক্যাম্পাস খুলল কেষ্টপুরে। সোমবার ওই নতুন ক্যাম্পাসটির উদ্বোধন হয় কেষ্টপুরে, তবে আগামী জানুয়ারি মাস থেকে ভর্তি প্রক্রিয়া এবং ক্লাস শুরু হবে। উত্তর কলকাতার বিধান সরণীতে এই স্কুলের অপর ক্যাম্পাসটি রয়েছে।
কেষ্টপুরের ইম্যানুয়েল চার্চ সংলগ্ন এলাকায় নার্সারি সেকশন তথা প্রাথমিক বিভাগ চালু হবে। পুরোনো ক্যাম্পাসের মতোই এই ক্যাম্পাসটিও সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম হবে তবে প্রয়োজনে বাংলা ভাষায় নির্দেশিকা জারি হতে পারে বলে জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে। বিডন স্ট্রিটে ওই স্কুলের প্রাথমিক বিভাগটি ইংরিজি মাধ্যমে রয়েছে এবং ক্লাস ১ থেকে ১২ অব্দি বাংলা মাধ্যমে পড়ানো হয় মেইন ক্যাম্পাসে।
চার্চ বিশপ পরিতোষ ক্যানিং জানান, যেহেতু বর্তমানে ইংরিজি মাধ্যমে পড়াশুনোরই চাহিদা রয়েছে, সেই কথাকে মাথায় রেখে ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হল। এছাড়া স্কুলের যে গুডউইল রয়েছে, সেটা এই নতুন ক্যাম্পাসে যথেষ্ট উপকারী হবে।
ইউনিয়ন চ্যাপেল স্কুলের প্রিন্সিপ্যাল এঞ্জেলা ঘোষ চলতি বছরের ডিসেম্বর মাসে ওই স্কুল থেকে অবসর নেবেন। তিনিই নতুন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ক্যাম্পাসের প্রিন্সিপ্যাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি জানান, বিডন স্ট্রিটের ক্যাম্পাসও তিনি চালু করিয়ে দিয়েছিলেন এবারে জানুয়ারি মাস থেকে এই নতুন ক্যাম্পাসেও তাঁর দায়িত্ব পড়েছে। নতুন এই ক্যাম্পাসটি কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্জামিনেশন কর্তৃক অনুমোদিত হয়েছে।