লা-মার্টিনিয়ার স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস খুব শীঘ্রই খুলতে চলেছে বেহালায়। তাদের বর্তমান নিয়মাবলী অনুযায়ীই এই নতুন স্কুলটিও চলবে তবে এটি কো-এডুকেশনাল স্কুল হচ্ছে। কলকাতার লা-মার্টিনিয়ার স্কুল ফর গার্লস এবং বয়েজ নাম আলাদা আলাদা দু'টি ক্যাম্পাস তথা স্কুল রয়েছে। সেখানে আলাদাভাবে মেয়েরা এবং ছেলেরা আলাদা স্কুলেই পড়াশোনা করে। এবার নতুন স্কুলের ক্যাম্পাসে বেহালায় ছেলে-মেয়ে একত্রে একই স্কুলে পড়ার সুযোগ পাবে।
দক্ষিণ কলকাতার পড়ুয়াদের কথা মাথায় রেখেই লা-মার্টিনিয়ার স্কুলের এই নতুন ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। বেহালা চৌরাস্তার অক্সফোর্ড মিশন-এর মাঠে এই স্কুল গড়ে উঠবে বলে জানানো হয়েছে। স্কুলে যাতে যথেষ্ট সবুজ এলাকা থাকে, তার বিষয়ে নজর রাখা হবে। নার্সারি থেকে প্লাস টু অব্দি পড়ানো হবে এই নতুন স্কুল ক্যাম্পাসে বলে জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (সিআইএসসিই) থেকে অনুমোদন নিয়ে স্কুলটি চালু হবে। এই ক্যাম্পাসে অক্সফোর্ড মিশনের দুঃস্থ শিশুদের জন্য আসন সুরক্ষিত রাখা হবে। স্কুল কর্তৃপক্ষের মত অনুযায়ী, ওই সমস্ত দুঃস্থ শিশুরা যাতে সকলের সঙ্গে মিশে নিজেদের ইংরেজিকে আরও ভালো করে তুলতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত। চার্চ বিশপ পরিতোষ ক্যানিং নতুন ক্যাম্পাসের চিফ হিসেবে নিযুক্ত হচ্ছেন। তিনি জানান, এই ক্যাম্পাসে দরিদ্রদের শিক্ষার আলো দেখানোই হবে মূল লক্ষ্য।
ক্যানিং আরও জানান, ১৮৩৬ সালে যখন লা-মার্টিনিয়ার স্কুল স্থাপিত হয়েছিল, তখন সামাজিক পরিস্থিতি আলাদা ছিল কিন্তু সময় বদলেছে, এখন ছেলে-মেয়েদের মধ্যে সেই প্রভেদ গুরুত্ব পায়না সেই দিক দিয়ে বিচার করে নতুন স্কুল কো-এডুকেশনাল করা হচ্ছে। অক্সফোর্ড মিশনের মাঠে একটি নতুন চার্চও গড়ে তোলা হবে, যা স্কুলটির সঙ্গে যুক্ত থাকবে। দক্ষিণ কলকাতার ছাত্র-ছাত্রীরা যাতে লা-মার্টিনিয়ার ব্র্যান্ডের পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য এই ব্যবস্থা বলে জানান ক্যানিং। সিএনআই-এর মডারেটর(হেড) পিসি সিং ডিসেম্বরে কলকাতায় এসে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যাম্পাসের ঘোষণা করবেন।