আমরা জেনেছি, মেট্রো রেলের শনি ও রবি বারের ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে এবং ওই দুইদিন কিছু ট্রেন বাড়ানো হয়েছে। পাশাপাশি পূর্ব রেলেরও বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয়েছে এবং কিছু নতুন ট্রেন চালু হয়েছে। এবারে পশ্চিমবঙ্গের বাস পরিষেবারও কিছু রদবদল ঘটতে চলেছে আজ অর্থাৎ মাসের প্রথম দিন থেকেই।
পরিবহন নিগম বেশ কয়েকটি রুটে নতুন পরিষেবা শুরু করছে। নিগম সূত্রের খবর, গড়িয়া থেকে বারাসাত পর্যন্ত রুটে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হয়েছে। দুই প্রান্ত থেকেই বাস ছাড়বে রাত ৯.৩০, ১১.৪৫, ১.৪৫ এবং ভোর ৪.১০ মিনিটে। কামালগাজি, সায়েন্স সিটি, রুবি, উল্টোডাঙা, মধ্যমগ্রাম, বিমানবন্দর, বাগুইআটি হয়ে। এছাড়া আজ থেকেই শিবরামপুর টাউন এবং হাওড়ার মধ্যে বাস চলাচল শুরু হচ্ছে।
নিগম সূত্রে খবর, এস ৩৭-এর রুট পরিবর্তিত হচ্ছে আজ থেকেই। নতুন রুটে বাস চলাচল করবে আজ থেকে। নতুন চক্র রেলের মত চক্র রুটে বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিয়ালদহ এবং হাওড়ার মধ্যে বাস চলবে। শিয়ালদহ স্টেশন, মৌলালি, এম জি রোড, পার্ক সার্কাস, মল্লিক বাজার, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, বিবাদী বাগ, ইডেন গার্ডেন হয়ে হাওড়া স্টেশন রুটে। এছাড়া শিয়ালদহ, মৌলালি, বেকবাগান, এক্সাইড, এসপ্ল্যানেড, বিবাদী বাগ, হয়ে হাওড়া স্টেশন। দুটি রুটেই বাস চলবে। এছাড়া, জনকল্যাণ এবং টালিগঞ্জ মেট্রো স্টেশনের মধ্যে ইলেকট্রিক বাসের একটি রুট চালু করা হয়েছে। আজ থেকে সেই রুটেও বাস চলবে।
নিগম সূত্রে আরো জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শহরে যাতায়াত করবে আরও বেশি আসনের পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস। বাসগুলি কর্ণাটকের একটি ফ্যাক্টরি তৈরী করছে। সেখানে গিয়ে নিগমের এক প্রতিনিধিদল 'প্রোটোটাইপ বাস' পরিদর্শন করে এসেছেন। পরবর্তী পর্যায়ে নতুন বাসের 'রোড ট্রায়াল' করানো হবে। তারপর সব ঠিক থাকলে সেগুলি শহরে আনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, শহরে ইতিমধ্যেই ন'মিটার দৈর্ঘ্যের ৪০টি ইলেকট্রিক বাস চলাচল করছে। পরবর্তী বাসগুলি হবে ১২ মিটার দৈর্ঘ্যের। বর্তমানে এসি বাসের চাহিদা বেড়েছে, তা আমরা আগেই জেনেছি। সেগুলি যাত্রী মহলে যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং ইলেকট্রিক বাস চালানোর খরচ তুলনামূলক কম হচ্ছে বলে লাভের অঙ্কও বেশি থাকছে নিগমের কাছে। সেই সূত্র ধরেই নিগম কর্তাদের অভিমত, আরও বাসের সংখ্যা বাড়ানো হলে তা যেমন যথেষ্ট গ্ৰহণযোগ্য হবে যাত্রীমহলে, তেমনি পরিবহন নিগমের আর্থিক লাভও হবে।