ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনে বাস-অটো চালানোর ভাবনা

 

আগামী ১৩ তারিখ চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। পরিকল্পনা অনুযায়ী আপাতত সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশনের মধ্যে ওই মেট্রো চলবে। কিন্তু এই মূহুর্তে যেটা নজরে পড়ছে, তা হল মেট্রো স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে রাস্তা পারাপারের জন্য কোনও পৃথক ব্যবস্থা এখনও নেই।

                   এই সমস্যার সমাধান করার জন্য মেট্রো কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করছেন। একথা মানতেই হবে, সাধারণ মানুষের কাছে নতুন এই মেট্রো জনপ্রিয় করে তুলতে গেলে পরিকল্পিত যানবাহন ব্যবস্থা রাখা একান্ত সরকার, যার মাধ্যমে যাত্রীরা মেট্রো স্টেশন থেকে নেমে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার সেক্টর ফাইভের উইপ্রো মোড়ে মেট্রো স্টেশন এলাকা পরিদর্শন করেন নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ, পুলিশ, কেএমআরসিএল, পরিবহন দফতর সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, মেট্রো চালু হলে প্রাথমিকভাবে ভিড় ভালোই হবে আশা করছেন আধিকারিকরা। সেইমতোই পর্যালোচনা করা হচ্ছে।

                   নবদিগন্ত সূত্র থেকে জানা গিয়েছে, উইপ্রো মোড়ের স্টেশনকে কেন্দ্র করে অতিরিক্ত বাস রাখার পরিকল্পনা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ যদি অতিরিক্ত ভিড়ের খবর দেয়, তাহলে অতিরিক্ত বাসের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ওই মোড়ে রাস্তা পারাপারের ব্যবস্থার দিকেও নজর দেওয়া হবে। বেশি ভিড় হলে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। এর পাশাপাশি ওই মোড়ের কাছে জে কে সাহা সেতুর কাছে একটি জায়গায় অটো স্ট্যান্ড করার পরিকল্পনা করা হয়েছে। সেখান থেকে অটো এসে মেট্রো স্ট্রেশনের যাত্রীদের তুলে নেবে কিন্তু স্টেশনের কাছে অটোর কোনও স্ট্যান্ড করতে দেওয়া হবেনা বলেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার এই বিষয়ে সল্টলেকের অটো চালকদের একাংশ আশঙ্কা করছে, মেট্রো চালু হলে কয়েকটি রুটে তাদের রোজগার কমে যাবে। সেই দিকটাও ভেবে তার সমাধান কিভাবে করা যায়, তার ব্যাপারে ভাবা হচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...