New Bengali Web Series: হইচই-এ আসছে নতুন সিরিজ ‘ভোগ’, জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য

অভীক সরকারের গল্প অবলম্বনে এবার হইচই-এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘ভোগ’। এটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পৌরাণিক থ্রিলার ঘরানায় তৈরি হবে এই সিরিজ।

 

হাইলাইটসঃ
১। হইচই-এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘ভোগ’
২। পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়
৩। অভিনেতা হিসেবে মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য

 

সদ্য মুক্তি পেয়েছে পরম পরিচালিত ওয়েব সিরিজ ‘নিকষছায়া।’ যেখানে অতিপ্রাকৃত প্রক্ষাপটের সিরিজ পরিচালনায় দর্শককে মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়েছেন তিনি। নীরেন ভাদুড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ‘নিকষছায়া’। তাই আবারও তার ঝুলিতে ভয়ের প্রক্ষাপট। নতুন সিরিজে অভিনেতা হিসেবে তাঁর সাথে যোগ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত। এছাড়াও, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন শান্তুনু মিত্র নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায়।

সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করে পরমব্রত ও অনির্বাণের একটি ছবি সামনে এসেছে। সেখানে দু’জনেরই পরনে কালো স্যুট। পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা রয়েছে ‘ভোগ’। এই ছবি দেখে দর্শকমহল আসন্ন এই ড্রামার জন্য ইতিমধ্যেই কৌতূহলী হয়ে উঠেছে।

এই সিরিজটি একজন নিঃসঙ্গ ব্যাচেলরের এক রহস্যময় পিতলের মূর্তিতে মগ্ন হয়ে পড়ার কাহিনি। সেই মূর্তির অদ্ভুত প্রভাব তার জীবনে এক গভীর অন্ধকার নিয়ে আসে, যা ভক্তি ছাপিয়ে অদ্ভুত এক উন্মাদনায় পরিণত হয়। এই প্রথমবার অভীক সরকারের জনপ্রিয় অডিও গল্প এবং বই বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে। ‘ভোগ’ গল্পটি ইতিমধ্যেই বই এবং ‘অডিয়ো বুক’ হিসেবে জনপ্রিয় হয়েছে। এবার ওজেব সিরিজ হিসেবে এটি দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে, এখন সেটাই দেখার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...