ডিটেক্টিভ থ্রিলার ওয়েব সিরিজ ‘ডিটেক্টিভ চারুলতা’ নিয়ে আসছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। এই সিরিজ়ে ফেলুদাকে শ্রদ্ধা জানানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিরিজের প্রথম ঝলক।
এই সিরিজটি প্রযোজনা করেছে ইস্ট ইন্ডিয়া টকিজ ও হোয়াইট আউল এন্টারটেনমেন্ট। পরিচালকের কথায়, “এই সিরিজ আমাদের বেড়ে ওঠার সময় আমরা যে সমস্ত 'বাংলা গোয়েন্দা সাহিত্য' পড়েছি, তার প্রতি একটা হোমাজ বলা চলে।”
‘ডিটেক্টিভ চারুলতা’ সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্র ‘চারুলতা’ –র ভূমিকায় অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। মিসেস পরমা সেন –এর ভূমিকায় রয়েছেন চৈতি ঘোষাল। এছাড়াও নানা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবমাল্য গুপ্তা, অনুজয় চট্টোপাধ্যায়, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা মজুমদার, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার, সবুজ বর্ধন সহ অন্যান্য কলাকুশলী।
সিরিজের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ ব্যানার্জি। গল্প ও সংলাপ লিখেছেন সৌমিত দেব। এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে রয়েছেন শুভদীপ মুখার্জি ও সঙ্গীতে রয়েছেন প্রাঞ্জল দাস। সিরিজটির এডিটর কৌস্তভ সরকার ও সিনেমাটোগ্রাফি সামলেছেন অনির।
এই গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র। চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যাডির হাত ধরে।
রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। এরপর রহস্যের জাল কাটাতে গিয়ে সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে থামাতে, নাকি এইবার তার ভাগ্যেই লেখা আছে পরাজয়? –এই নিয়ে এগিয়ে সিনেমার গল্প।
সিরিজটি নিয়ে পর্দার চারুলতা জানিয়েছেন, “যখন আমরা ‘গোয়েন্দা’ শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরণের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে - এই ভাবনাটাই আমার খুব আকর্ষণীয় লেগেছিলো।”