শ্যুটিং ফ্লোরে চলছে ছবির শ্যুটিং। ফলে, ফ্লোরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে সকলে। কিন্তু তার মাঝেই ঘটে এক দুর্ঘটনা। পর পর দু’জন নায়িকা খুন হয়ে যান। এরপরেই তদন্তে নামেন পুলিশেরা। সঙ্গে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে শুরু হয় চর্চা। চাপের মুখে থাকতে থাকতে এই পুরো তদন্ত চলে যায় সিআইডি-র হাতে।
এমনই এক ঘটনাকে কেন্দ্র করে নতুন এক গল্প নিয়ে আসছে পরিচালক আতিউল ইসলাম। আসছে তাঁর নতুন ছবি ‘মহরত’। এর আগে ‘কিশলয়’ ও ‘ফতেমা’র মতো ছবি পরিচালনা করেছেন আতিউল।
আসন্ন এই ছবিতে খুন হয়ে যাওয়া এক নায়িকার নাম অপর্ণা। সেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও এই ছবিতে এক জন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিকা সেন।
দেবলীনা ও ঋত্বিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ বিশ্বাস, হিয়া রায়, মীর, অনিন্দিতা সোম, ঋষিরাজ। এছাড়া সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকে এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন রজতাভ দত্ত।
নতুন এই ছবিটি নিয়ে পরিচালক আতিউল সংবাদমাধ্যমে জানিয়েছেন যে সিনেমা জগতের প্রেক্ষাপটে এই থ্রিলার। এইভাবেই গল্পটা ভেবেছেন তিনি। তবে, তিনি জানিয়েছেন যে তাঁড় ছবিতে রয়েছে একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও। তাঁর মতে বাঙালি দর্শকের একটা বড় অংশ থ্রিলার পছন্দ করেন। কিন্তু এই ছবিতে সব মিলিয়ে আরও অনেককিছু রয়েছে, সেটা ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন।
এই ছবির সম্পূর্ণ শ্যুটিং করা হয়েছে মুর্শিদাবাদ অঞ্চলে। পরিচালক জানিয়েছেন যে সব ঠিক মতন এগোলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।