দীর্ঘ ১২ বছর ধরে আলাদা থাকা এক দম্পতি হঠাৎই জানতে পারে তাদের মেয়ে অবন্তিকাকে ঘিরে এক গুরুত্বপূর্ণ তথ্য। তারপর তারা সিদ্ধান্ত নেয় মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে আবারও তারা একসাথে থাকবে। কিন্তু তারা কী বিপদের হাত থেকে তাদের মেয়েকে বাঁচাতে পারবে? এই ঘনীভূত রহস্য নিয়ে আসতে চলেছে কমেডি ড্রামা ‘বলরাম কাণ্ড’।
অপালা চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সপ্তাশ্ব বসু এবং চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। এটি প্রযোজনা করেছে গোল্ডেন ক্রেসেন্ট ফিল্মস, সাই বিষ্ণু ফিল্মস এবং প্লাটিনাম পিকচার্স। এছাড়াও ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন আমলান, চিত্রগ্রাহণ করেছেন প্রবীর কে সেন এবং সম্পাদনার দায়িত্ব সামলেছেন পবিত্র জানা।
ছবিটিতে দম্পতির তরঙ্গিণী মুখোপাধ্যায় ও কিশোর সান্যাল চরিত্রে রয়েছেন যথাক্রমে গার্গী রায়চৌধুরী এবং রজতাভ দত্ত। তাদের মেয়ে অবন্তিকার চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্যা সেন। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন আর্য দাসগুপ্ত, অপরতিম চ্যাটার্জি, প্রসূন সাহা সহ নানা কলাকুশলীরা।
১৪ নভেম্বর মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক পোস্টার। যেখানে উপস্থিত ছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু, অভিনেতা গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সহ ছবির কলাকুশলীরা।
‘বলরাম কাণ্ড’ প্রথম বাংলা ছবি যা উত্তরাখণ্ড, বিশেষত নৈনিতাল-এর বিভিন্ন অঞ্চলে শুট করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ছবিটি ২০২৫ সালের শুরুর দিকে মুক্তি পাবে।