নতুন অ্যাপ চালু করল মার্কিন দূতাবাস

আমাদের মধ্যে অনেকেই কিছুদিন হল, সন্তানদের বিদেশে পড়াতে চাইছেন। আগে যেটা বিশিষ্টজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন তা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই এসে গেছে। স্কলারশিপ পেয়ে এখন অনেক ছেলে-মেয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী আনতে যাচ্ছে। সে ইউরোপ হোক বা আমেরিকা- বিদেশের ডিগ্রী কিন্তু শুধুমাত্র স্টেটাস সিম্বল হিসেবেই নয়, শিক্ষার মানোন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

     এই বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করা একটা বিরাট ঝক্কি, সেটা সকলেই জানেন। চারদিকে ভুয়ো প্রতিষ্ঠানের ছড়াছড়ি। এ হেন বিষয়কে মাথায় রেখে মার্কিন দূতাবাস এগিয়ে এসেছে আমেরিকার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পর্কে সঠিক তথ্য পড়ুয়াদের দেওয়ার জন্য। তা ছাড়া কলকাতার মার্কিন কনস্যুলেটে বিশেষ ইন্টারেকটিভ সেশনের ব্যবস্থা করা হয়েছিল, যাতে বর্তমানে মার্কিন দেশে পাঠরত পড়ুয়াদের সঙ্গে সেখানকার হবু পড়ুয়ারা কথা বলার সুযোগ পান। সিনিয়রদের পরামর্শের পাশাপাশি 'পেপ টক' ও দেওয়া হয় আগামী পড়ুয়াদের। কলকাতার মার্কিন কনসাল জেনারেল প্যাটি হফম্যান জানান, আমেরিকায় থেকে পেশাদারি সম্পর্ক গড়ে তুলে এবং পরে প্রাক্তনী হিসেবে নানা উদ্যোগের শরিক হয়ে একজন নাগরিক দুইদেশের সম্পর্ককেই মজবুত করেন। যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন তিনি।

   ইন্দো-মার্কিন যৌথ উদ্যোগে গঠিত ইউএসএইইএফ -এর সঙ্গে মার্কিন দূতাবাস, এডুকেশনইউএসএ নাম একটি অ্যাপ চালু করল। এই অ্যাপটির মাধ্যমে মার্কিন মুলুকে পড়াশুনোর যাবতীয় তথ্য পাবেন ভারতীয় পড়ুয়ারা। মার্কিন সরকারের উদ্যোগে অ্যাপটি গঠিত হয়েছে। তাই এই অ্যাপে ভুল তথ্য থাকার কোনো সম্ভাবনাই নেই। অ্যাপটিতে আগে থেকেই কিছু প্রশ্নের উত্তর তৈরী করে দেওয়া আছে-যেগুলি সম্পর্কে পড়ুয়ারা সবথেকে বেশি খোঁজ নিয়ে থাকেন। এই মুহূর্তে ভারতে মার্কিন মিশন 'স্টুডেন্ট ভিসা ডে' পালন করছে- যার ফলে অ্যাপটির সূচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে রইল।

দু-দেশের মধ্যে শিক্ষাগত আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের এটি পাঁচ বছর। দুই দেশের সম্পর্ককে মজবুত করার এই উদ্যোগে সামিল হওয়ার জন্য পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন ডেপুটি চিফ অফ মিশন মেরি কে কার্লসন। আমেরিকার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে দেশ বিদেশ থেকে আসা এইসব পড়ুয়ারা বলে জানিয়েছেন তিনি। দেশের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায়। এর ফলে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এবং একে অপরের সঙ্গে আদান-প্রদানের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসে যা খুবই গুরুত্ব রাখে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...