ভারতের নয়া রামানুজন

১৩ বছর বয়সে শেষ করে ফেলেন স্কুলের পাঠ। তারপরেই পশ্চিম অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। ১৯৯৭ সালে ১৬ বছর বয়সে স্নাতক হন। ২০ বছর বয়সে পিএইডি ডিগ্রি পান।

অক্ষয় ভেঙ্কটেশ। ভারতীয় বংশোদ্ভূত গণিতবিদ। অক্ষয় ভেঙ্কটেশের জন্ম ভারতের নয়াদিল্লিতে। মাত্র দুই বছর বয়সে বাবা মার সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থে চলে যান ।

মা শ্বেতা কম্পিউটার বিশেষজ্ঞ, এখন ওই বিষয়েই অধ্যাপনা করেন। বাবার বিষয়ও তা-ই। অক্ষয়ের স্কুল ও কলেজের পড়াশোনা অস্ট্রেলিয়াতেই।

ছোটবেলা থেকেই প্রতিভা নজরকাড়া। মাত্র ১১ বছর বয়সে ফিজিক্স অলিম্পিয়াডে মেডেল। সালটা ১৯৯৩। পরের বছরেই, বয়স ১২ না পেরোতেই, ম্যাথমেটিকস অলিম্পিয়াডে মেডেল। ১৯৯৭ সালে ১৬ বছর বয়সে ফার্স্ট ক্লাস সমেত অক্ষয় পেয়ে যান স্নাতক ডিগ্রি। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পোস্ট ডক্টরেট করেন অক্ষয় ভেঙ্কটেশ। 

৩৭ বছর বয়সী এই গনিত বিশেষজ্ঞ এই মুহূর্তে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ছোটবেলায় ভালবাসা ছিল পদার্থবিদ্যার প্রতি। সেই ভালবাসা পরে বদলে যায় গণিতে। 

নম্বর থিওরি, এরিথমেটিক জিওমেট্রি, টোপেলজি সহ গণিতের একাধিক বিষয়ে অবদানের জন্য ভারতীয় বংশোদ্ভূত এই গণিতবিদ গতবছর ম্যাথেমেটিক্স প্রেসটিজিয়াস ফিল্ডস মেডেল পান। 

ফিল্ডস মেডেল’কে নোবেলতুল্য পুরস্কার হিসেবে গণ্য করা হয়। যা গণিতে কৃতিত্বের জন্য দেওয়া হয়।

  প্রত্যেক চার বছর অন্তর ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন-আয়োজিত গণিতজ্ঞদের বিশ্ব সম্মেলনে দেওয়া হয় ফিল্ডস মেডেল।

গণিতে কোনও ‘নোবেল’ নেই। কানাডীয় গণিতজ্ঞ ফিল্ডসের নামে প্রচলিত এই শিরোপার সঙ্গে জুড়ে থাকে নোবেল নামটি। তবে, নোবেলের সঙ্গে এর ফারাক এই যে, ওই পুরস্কার পেতে বয়সের বাধা নিষেধ নেই। আর ফিল্ডস পেতে বয়স অবশ্যই ৪০-এর কম হওয়া দরকার। এই পুরস্কার যখন পেলেন সে সময়ের অক্ষয়ের বয়স ৩৭।

 গণিতের গবেষণায় অক্ষয়ের প্রিয় বিষয়, ‘নম্বর থিয়োরি।’ ১, ২, ৩ ইত্যাদি সংখ্যার নিজেদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কিংবা অন্বেষণ।

অক্ষয়কে দেখে অনেকেই ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ রামানুজনের সঙ্গে তুলনা করেছেন। তিনি এই মুহূর্তে পৃথিবীর সেরা গণিতবিদদের মধ্যে একজন।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...