আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, নতুন ২০ টাকার নোট আসতে চলেছে বাজারে। সেই মতো খুব শিগগিরিই আপনার ওয়ালেটে চলে আসছে ২০ টাকার নোট। রিজার্ভ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে, নোট তৈরী হয়ে গেছে, কানপুরের আঞ্চলিক আরবিআই দফতরে এই নতুন নোট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। খুব শিগগিরই বিভিন্ন ব্যাঙ্কগুলিতেও পৌঁছে যাবে।
নতুন গভর্নর শক্তিকান্ত দাস-এর সই করা এবং নতুন মহাত্মাগান্ধীর সিরিজ-এর ছবি সম্বলিত এই নোটের রং হচ্ছে একদম আলাদা। হলুদ-সবুজ কম্বিনেশনে আসছে নতুন এই ২০ টাকার নোট। নোটের পেছন দিকের অংশে ইলোরা গুহার ছবি থাকছে। প্রসঙ্গত উল্লেখ্য, আরবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, যে ২০ টাকার নোট এখন বাজারে চালু রয়েছে, সেগুলির অর্থনৈতিক মূল্য একই থাকবে, পাশাপাশি নতুন নোট চালু হয়ে যাবে। ইলোরা গুহার ছবি দেওয়াতে ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি নিদর্শনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এই বিখ্যাত গুহা ইউনেস্কোর তরফ থেকে 'গ্লোবাল হেরিটেজ'-এর তকমা পেয়েছে। নতুন নোটটি পুরোনো নোটের তুলনায় ২০% ছোট করা হয়েছে(৬৩মিমি X১২৯মিমি)।
নতুন নোট ঠিক কেমন হয়েছে তা বর্ণনা করলে বোঝা যাবে- ১) রেজিস্টার হিসেবে ২০ টাকা লেখা হয়েছে, ২) দেবনাগরী ভাষায় ২০ টাকা লেখা হয়েছে, ৩) মহাত্মা গান্ধীর ছবি একেবারে মাঝখানে রাখা হয়েছে, ৪) নোটের নিরাপত্তার দিক দিয়ে বিচার করে সিলভার থ্রেড-এ 'আরবিআই' এবং 'ভারত' লেখা হয়েছে। ৫) নোটের ডান দিকে অশোক স্তম্ভের ছবি দেওয়া হয়েছে এবং অবশ্যই ৬) আরবিআই গভর্ণরের সই রাখা হয়েছে। একইভাবে সামঞ্জস্য রেখে নোটের পেছন দিকে ১) ছাপার বছর লেখা হয়েছে, ২) স্বচ্ছ ভারতের লোগো এবং স্লোগান লেখা হয়েছে, ৩) বিভিন্ন ভাষার স্ট্রিপ রাখা হয়েছে, ৪) ইলোরা গুহার ছবি দেওয়া হয়েছে এবং ৫) দেবনাগরী ভাষায় ২০ টাকা লেখা হয়েছে।
তাহলে আর কি? অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন ঝকঝকে নতুন ২০ টাকার নোট।