নেটফ্লিক্সে এবার বব ডিলান

১৯৪২ সালে যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন দেখেন ক্ষুব্ধ স্বদেশভূমি – পার্ল হারবারে বোমাবর্ষণ চলছে। সারা পৃথিবী সন্ত্রস্ত ও মানবজীবনের মূল্যবোধ বিষয়ে শঙ্কিত। কোথাও কোনো শান্তি-কল্যাণ নেই। যৌবনে পৌঁছলেন যখন,  তখন দেশ আচ্ছন্ন ও প্রতিবাদী হয়ে উঠছে আমেরিকার আক্রমণে  ভিয়েতনাম যুদ্ধে আর উত্তাল হচ্ছে সিভিল রাইটস আন্দোলন। মৃত্যুমিছিল আর অস্ত্রের দাম্ভিক বাজারও বেড়ে চলছিল। এই সব দেখে কলম-অস্ত্রে শান দিয়ে গর্জে উঠেছিলেন এক যুবক। তিনি বব ডিলান।

এবার নেটফ্লিক্সে আসতে চলছে বব ডিলানকে নিয়ে তৈরি মার্টিন সরসেসের ডকুমেন্টরি রোলিং থান্ডার রিভিউ’। মূলত ডিলানের গানের কাহিনী, ইতিহাস, কিছু সাক্ষাৎকার, আর অনুষ্ঠানের টুকরো ক্লিপিংস নিয়ে তৈরি হয়েছে এই ডকুমেন্টরি। খুব স্বাভাবিক ভাবেই ডকুমেন্টরিতে ধরা পড়েছেন টি বোন বারনেট, রিঙ্গো স্টার, প্যাটি স্মিথ, জোন বায়েস-এর মতন ডিলানের অনেক বন্ধু এবং সতীর্থরা। প্রায় দশ বছর সময় লেগেছে এই ডকুমেন্টরিটি সম্পূর্ণ করতে। গানপ্রেমী এবং ডিলান-অনুরাগীরা মুখিয়ে রয়েছে এই তথ্যচিত্রের মুক্তির অপেক্ষায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...