নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আন্দামান ও নিকোবারের তিনটি আইল্যান্ডের নাম পরিবর্তন হতে চলেছে। এরই ভিতর একটি আইল্যান্ডের নামকরণ  করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড রস আইল্যান্ডের নাম পাল্টে যাবে নেতাজির নামে হেভলক আইল্যান্ড এবং নেইল আইল্যান্ড  -দুইটির নাম যথাক্রমে পাল্টে হচ্ছে স্বরাজ দ্বীপ শহীদ দ্বীপ

 

নেতাজি সুভাষচন্দ্র বোস ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর প্রথমবারের মত পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা আন্দামান নিকোবর দখল করার পর নেতাজি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন পোর্ট ব্লেয়ারে নেতাজি সেসময় আন্দামান নিকোবর  বৃটিশদের  অধিকার মুক্ত প্রথম এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন। আন্দামান নিকোবর আইল্যান্ড -এর নাম পরিবর্তন করে স্বরাজ শহীদ দ্বীপ রাখার জন্য পরমার্শ দিয়েছিলেন নেতাজি নিজেই।

 

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট ব্লেয়ার আসবেন। সেদিন নেতাজি যেখানে পতাকা উত্তোলন করেছিলেন সেখানেই পতাকা উত্তোলন জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী প্রকাশ করা হবে ৭৫ টাকা মূল্যের স্মারক কয়েন। নেতাজির ইচ্ছাকে শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় সরকার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সুত্রের খবর থেকে জানা গেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...