নেতাজি জাতীয় সেবা দল | জিয়ো বাংলা, শারদ সম্মান ২০১৯

কথায় বলে “মানুষ নিজেই তার  নিজের ভাগ্যের  নির্মাতা”, আর যার দ্বারা মানুষ তার ভাগ্যের নির্মান করে তা হল নিরলস শ্রম। মানুষ তার জীবনে যা যা চায় যেমন খাদ্য, বস্ত্র, সালস্থান, শিক্ষা, চিকিৎসা সহ আর যা যা দৃশ্যমান, সবই অর্জিত হয় এই শ্রমের মধ্য দিয়েই।

আর এই শ্রমের মহিমা ও শ্রমিকদের সম্মান জানিয়ে সেজে উঠছে নেতাজি জাতীয় সেবা দলের পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-তে উপস্থিত ছিলেন পূজা কমিটির সদস্যবৃন্দ। সঞ্চালক মৌমিতার সাথে পুজোর আড্ডা@জিয়ো বাংলা উপস্থিত ছিলেন সভাপতি সত্যজিৎ চৌধুরী ও দুই সাধারণ সদস্যা পায়েল গাঙ্গুলী ও মনিষা ছন্দ।

গল্পে আড্ডায় তাদের পুজোর বিষয়ে জেনে নিলাম নানা অজানা কথা। এইবছর ৬৯তম বর্ষে তাদের থিম “শ্রমের জয়”। মন্ডপ শিল্পী দেবাশিষ বাড়ুই ও প্রতিমা শিল্পী রহুল দাসের যৌথ প্রয়াসে রুপ পাচ্ছে তাদের দুর্গা পুজো। এছাড়াও থিম কে দর্শনার্থীদের কাছে আরও প্রাণবন্ত করে তুলতে, থাকছে থিম মিউজিক ও আলোক সজ্জার ব্যাবস্থা। তৃতীয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা। অষ্টমীর দিন সকল পল্লীবাসী ও দর্শনার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়োজন।  দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো। সেখান থেকে বাস বা অটো ধরে রাণি কুঠির নিকটে এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...