আসছে নতুন ধারাবাহিক "নেতাজি"। ১৬ই নভেম্বর থেকে জি বাংলা চ্যানেলে দেখা যাচ্ছে তার প্রোমো। প্রোমো রিলিজ হওয়ার সাথে সাথেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায় সেটি। দেশনায়ক নেতাজির জীবনযুদ্ধের কাহিনী নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি। প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই বহু জনপ্রিয়তা পেয়েছে সেটি। ইতিমধ্যেই দশ হাজার শেয়ার এবং ৪ লক্ষ্য ভিউ কমপ্লিট করে ফেলেছে এই প্রোমোটি। প্রোমোতে দেখা যাচ্ছে, স্বাধীনতার আগে দেশ যখন ক্ষুদিরাম বসুর ফাঁসির প্রতিবাদে মুখর ঠিক তখনই সুভাষ নামের একটি শিশু তার মায়ের কাছে জানতে চায়, ক্ষুদিরাম বসু কি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন? তার মা তাকে বলেন স্কুলে ইন্সপেক্টর আসছে সে যেন কোনো গন্ডগোল না করে। শিশুটি স্কুলে গিয়ে সেখানে ব্রিটিশ পতাকা উড়তে দেখে। স্কুলের সমস্ত শিশু যখন একত্রিত হয়ে ব্রিটিশ গান গাইছে তখন নিশ্চুপ থেকে যায় এই শিশুটি। ব্রিটিশরা স্কুল থেকে বেরোনোর সময়েই শিশুটি গেয়ে ওঠে " আমি হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী"। বন্দুক তাক করে তাকে থামাতে চেয়েও ব্যর্থ হয়েছিল সেই ব্রিটিশ ইন্সপেক্টর। সেই ছোট্ট শিশুটিকে বড় হয়ে হয়ে ওঠেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মহান নায়কের জানা-অজানা কিছু গল্প শোনাতে আসছে এই ধারাবাহিক। প্রোমো দেখার পর থেকেই বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সিরিয়াল হচ্ছে হোক কিন্তু তাদের প্রাণের দেশনায়ককে নিয়ে কোনো বাড়াবাড়ি কূটকচালি তারা বরদাস্ত করবে না। দর্শকদের আগ্রহ থেকে বোঝাই যাচ্ছে প্রথম থেকেই সর্বোচ্ছ টিআরপি পেতে চলেছে এই ধারাবাহিকটি। প্রোমোতে বাসবদত্তা চ্যাটার্জিকে সুভাষের মা হিসাবে দেখা গেলেও পূর্ণ বয়স্ক সুভাষের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো প্রকাশ্যে আনেননি চ্যানেল কতৃপক্ষ।