নেতাজী কলোনি লো ল্যান্ড | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

নারীশক্তির মাহাত্ম্য কে কতটা তা আমরা সকলেই জানি। মা দুর্গার অসুরবধ হোক কিংবা মা কালীর চন্ডালমূর্তি ধারণ, কিংবা আমাদের ধরিত্রীমাতার বিশাল রূপ। সবমিলিয়ে নারীশক্তির জয়গান গাইতে বিশেষ ভাবনা এবার নেতাজী কলোনি লো ল্যান্ড সার্বজনীন দূর্গোৎসব কমিটির।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় সঞ্চালক মৌমিতার সাথে ছিলেন নেতাজী কলোনী লো ল্যান্ড সার্বজনীন দূর্গোৎসব কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাবের সহ সম্পাদক দেবব্রত বিশ্বাস এবং দুই কার্যনির্বাহী সদস্য সৌরভ সাহাঅমিত পাল।একেবারে শুরুর দিকে সাবেকিয়ানায় পূর্ণ থাকলেও পরের দিকে আধুনিকতার থিমে চলে আসে নেতাজী কলোনী লো ল্যান্ড। এই বছর এই পুজো কমিটির ৩০তম বর্ষের থিম হতে চলেছে নারীশক্তিকে নিয়ে। যার নাম ‘দূর্গে-দূর্গতিনাশিনী’। থিম মেকার সৌরভ দত্তের কল্পনাশক্তিতে একেবারে আলাদা রুপ নেবে তাদের পূজা মন্ডপ, এমনটাই জানিয়েছেন ক্লাবের সদস্যরা। এছাড়া মায়ের মূর্তিতেও বিশেষ চমক আনতে চলেছে তারা। বিশিষ্ট প্রতিমা শিল্পী নাড়ু নাগ তার তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলবেন মাতৃরুপের সুন্দর প্রতিচ্ছবি।

এই বছর দ্বিতীয়ায় উদ্বোধন হবে নেতাজী কলোনী লো ল্যান্ড সার্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো। অন্যান্যবারেও যেমন উদ্বোধনের দিন থেকে অষ্টমী পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তারা, এবারেও তার ব্যতিক্রম হবে না। এছাড়া দর্শনার্থীদের জন্য অষ্টমীতে ভোগের ব্যবস্থা করবে পুজো কমিটি। আর দশমীতে পাড়ার সকলকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হবে। পাশাপাশি এবারের পুজোয় রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্র বিতরণগরীব শিশুদের পাঠ্যপুস্তক দানের ব্যবস্থাও করতে চলেছে এই কমিটি।গত বছর রাজ্য সরকারের বিশেষ পুজো কার্নিভালে ছিল নেতাজী কলোনী লো ল্যান্ড সার্বজনীন দূর্গোৎসব কমিটি। আর এবারেও সেই কার্নিভালে স্থান করে নিতে মুখিয়ে রয়েছেন তারা।এখন এটাই ভাবছেন, কিভাবে আপনি যাবেন এই পুজো দেখতে? দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে আপনাকে নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। সেখান থেকে বরানগর যাওয়ার কোনও বাস ধরে বরানগর বাজারের নিকট নেতাজী কলোনী লো ল্যান্ড সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজামন্ডপ।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...