Nepal plane accident: নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, পাইলট বাদে সব যাত্রী মৃত

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ প্লেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। পাইলট আহত অবস্থায় হসপিটালে ভর্তি।

হাইলাইটস:

১। নেপালের ভয়াবহ প্লেন দুর্ঘটনা

২। ১৮ জন যাত্রী মৃত

৩। পাইলট আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

বুধবার সকাল ১১টা নাগাদ ১৯ জন যাত্রীকে নিয়ে পাড়ি দেয় বোম্বার্ডিয়ার সিআরজে ২০০ বিমানটি। কিন্তু রানওয়ে ছেড়ে উড়তেই পাইলট প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই প্লেনটি এক চক্কর মেরে রানওয়ের কয়েকশো ফুট দূরে আছড়ে পড়ে। তৎক্ষণাৎ সম্পূর্ণ প্লেনটি দুটুকরো হয়ে ভেঙে যায় এবং প্লেনটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ প্লেনটি সূর্য এয়ারলাইন্সের। এই সংস্থার মোট তিনটি বিমান রয়েছে এবং প্রত্যেকটি বিমান বোম্বার্ডিয়ার সিআরজে ২০০। প্রত্যেকটি বিমানে যাত্রীসংখ্যা ৫০ এবং বিমানগুলি ২০ বছরের পুরনো।

বুধবার বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। এর মধ্যে পাইলট ছাড়াও ছিল ১৭ জন টেকনিশিয়ান এবং একজন বিমানকর্মী ছিল। জানা গেছে, ১৭ জনকে নিয়ে পোখরাতে যাচ্ছিল বিমানটি। সেখানে অন্য একটি বিমানের মেরামতির কাজে টেকনিশিয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনাতে পাইলট বাদে বাকি ১৮ জনের মৃত্যু হয়েছে। পাইলটকে খুব আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুরক্ষাব্যবস্থায় কোথায় ঘাটতি হল তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞ মহল। এই ঘটনার পর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর পরিষেবা। কেন এমন পরিস্থিতি হলো বিমান কর্তৃপক্ষ তা তদন্ত করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...