প্রয়াত প্রবাদপ্রতিম আলোকচিত্রী নিমাই ঘোষ

চলে গেলেন বর্ষীয়ান আলোকচিত্রী নিমাই ঘোষ। বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার নিজের বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন স্ত্রী এবং এক মাত্র পুত্রকে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত তিন দিন বন্ধ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া। জীবনে কোন দিনই ছবির জগতের মানুষ হতে চাননি। তবু যেন নিয়তির পথেই হয়ে গিয়েছিলেন আলোক চিত্রী। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁকে দেখা গিয়েছে এই ভূমিকায়। সত্যজিৎ থেকে ঋত্বিক, মৃণাল কাজ করেছেন সকলের সঙ্গেই।তবু তাঁর জীবনে ধ্রুবতারা হয়ে থেকেছেন সেই দীর্ঘ দেহী মানুষটি। ‘দ্য ওরিয়েন্টাল লং ম্যান’। তিনি নিজেও বারবার বলতেন সে কথা।

ছবি তুলতেন analog ক্যামেরায়। আজীবন এই ভাবেই। ডিএসএলারের যুগেও। ছবিতে কখনও ফ্ল্যাশ ব্যবহার করতেন না। সাদা কালো ফ্রেমে আলো- অন্ধকারের অদ্ভুত ব্যবহার তাঁর ছবির বিশেষত্ব। প্রথম ছবি ‘ গুপি গাইন, বাঘা বাইন’। পরের ছবি থেকে তিনি সত্যজিৎ এর অবিচ্ছেদ্য সঙ্গী।

২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। নিজের তোলা ছবির একটি আক্রাইভ বানাতে চেয়েছিলেন। সে খেদ তাঁর সারা জীবনের সঙ্গী।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া সব মহলে। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...