ঘোষণা অনেক আগেই করা হয়েছিল। এবার সেই ঘোষণা কাজে ফলপ্রসু হল। RBI- এর আদেশাবলে সোমবার থেকে পরিবর্তিত হল ডিজিটাল ব্যাংকিং পরিষেবা। আজ থেকে ২৪ ঘণ্টার জন্য চালু হয়ে গেল ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT। এর ফলে যে কোন সময়ে এই পদ্ধতিতে ডিজিটাল লেনদেন বা টাকা ট্রান্সফার করা যাবে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্যাংকিং সময়েই এই লেনদেন করা যেত।
গতকাল অবধি এই পদ্ধতিতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অর্থনৈতিক লেনদেন চলত। ছুটির দিনগুলিতে প্রয়োজন থাকলেও ব্যবহার করা যেত না NEFT পরিষেবা। এই অসুবিধা সংক্রান্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
আর তাই ‘২০২১ পেমেন্ট সিস্টেম পরিকল্পনা’ অনুযায়ী, NEFT পরিষেবাকে ২৪ ঘণ্টার জন্য চালু করা হল।
উল্লেখ্য, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাধারণত দু'ভাবে টাকা ট্রান্সফার করা যায়- এর একটি হল- রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS এবং অপরটি হল- ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT। এর মধ্যে প্রথমটিতে অর্থাৎ RTGS- পরিষেবার মাধ্যমে যে কোনও অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই টাকা পাঠানো যায়। তবে বিভিন্ন ব্যাংক অনুযায়ী সেক্ষেত্রে সামান্য কিছু চার্জ দিতে হয়।
অন্যদিকে, NEFT-পরিষেবার ক্ষেত্রে কিছুটা সময় লাগে। কখনও কখনও পুরো লেনদেন সম্পূর্ণ হতে সেই সময় দাঁড়ায় ২৪ ঘণ্টা। ফলত RBI-এর এই নির্দেশ গ্রাহকদের জন্য যে বড় সুখবর, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।