Neeraj Chopra medals: প্যারিস অলিম্পিকে ২০২৪-এ রুপো জিতলেন নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সে ২০২৪ টুর্নামেন্টে ভারতের হয়ে পঞ্চম পদক আনলেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো গেমে রুপোর মেডেল জিতলেন তিনি। সোনার পদক অবধি তিনি পৌঁছাতে না পারলেও এইবছর অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম রুপো এলো তার হাত ধরেই। এবার জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম। তার রেকর্ড স্কোর ছিল ৯২.৯৭ মিটার।

হাইলাইটস:

১। প্যারিস অলিম্পিক্সে রুপো জিতলেন নীরজ চোপড়া

২। তার থ্রো ছিল ৮৯.৪৫ মিটার

৩। সোনা জিতেছেন পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম

আগের বছর টোকিও অলিম্পিক্সে এই বিভাগেই সোনা জিতেছিলেন নীরজ। সেখানে তার স্কোর ছিল ৮৭.৫৮ মিটার। অভিনব বিন্দ্রার পরে ভারতের ব্যক্তিগত সোনাজয়ীর তালিকায় নাম উঠেছিল তার। সেই পুরাতন কৃতিত্বের জোর নিয়েই এইবছর প্রস্তুতি ছিল তুঙ্গে। তাই যোগ্যতাঅর্জন পর্বে সর্বোচ্চ স্কোর ৮৯.৩৪ ছুঁড়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেন নীরজ। কিন্তু অত্যাধিক প্রত্যাশার চাপই হয়তো এই টুর্নামেন্টে তার বিপক্ষে কাজ করেছে। তাই সোনা হাতছাড়া হল সোনার ছেলের। এইবার জ্যাভলিন প্রতিযোগিতা অপেক্ষাকৃত কঠিনও ছিল প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রে। এই টুর্নামেন্টে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, পাকিস্তানের আর্শাদ নাদিম, জার্মানির জুলিয়েন ওয়েবার, চেকিয়ার ইয়াকুব ভাদলেচ ইত্যাদি অন্যান্য খেলোয়াড়।

জ্যাভলিন থ্রো গেমে মোট ৬টি থ্রো বরাদ্দ থাকে প্রত্যেক প্রতিযোগীদের জন্য। কিন্তু এই ৬টির মধ্যে ৫টি থ্রো-ই মিস করেছিলেন নীরজ। লাইনে পা লেগে যাওয়ার জন্য ক্যানসেল হয়ে যায় প্রতিটা থ্রো। কিন্তু দ্বিতীয় থ্রো-তে জ্যাভলিন ছুঁড়েই বাজিমাত করলেন তিনি। তার থ্রোয়ের দূরত্ব ছিল ৮৯.৪৫ মিটার। আর তাই গেমের শেষে রুপোর পদক নিশ্চিত হয়ে যায় তার। তবে এই রুপো জয়ে গর্বিত সারা ভারতবাসী। এই বছর সোনা জয় অসম্পূর্ণ থাকলেও আগামী অলিম্পিক্সে তিনি আরও দক্ষতার সাথে ময়দানে নামবেন, এমন আশা রাখাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...