Neeraj Chopra Wedding: বিয়ে করলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া, পাত্রী কে?

চুপিচুপি বিয়ে সারলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। রবিবার সকালে হঠাৎ -ই নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এই ঘটনায় রীতিমত অবাক বনে গেছেন নেটিজেনরা। সবার মনে প্রশ্ন পাত্রী কে?

 

হাইলাইটসঃ
১। বিয়ে করলেন নীরজ চোপড়া
২। নববধূর নাম হিমানি মোর
৩। হিমানি একজন টেনিস খেলোয়াড়

 

নীরজের নববধূর নাম হিমানি মোর। নীরজের মতন হিমানির বাড়িও হারিয়ানায়। তিনিও খেলার জগতের সাথে যুক্ত। ২৫ বছরের হিমানি একজন টেনিস খেলোয়াড়। সোনিপতে তিনি টেনিস শিখেছেন। পড়াশোনা করেছেন সাদার্ন লুইজ়িয়ানা বিশ্ববিদ্যালয় থেকে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন। বর্তমানে তিনি স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন।

নীরজের বিয়ের খবর সম্পর্কে আগে কিছুই জানা যায়নি। হঠাৎ-ই বিয়ের ছবি দেখে অবাক সকলে। ছবিতে দেখা গেছে, হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছেন নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক। ক্যাপশনে লেখা আছে, “পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটা পর্ব শুরু করলাম। যাঁদের আশীর্বাদে এটা সম্ভব হল তাঁদের কাছে আমি ধন্য। ভালবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য।”

বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। নীরজের পোস্ট করা ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার অ্যাথলিট ধারুন আয়াসামি, সুরেশ রায়না, অভিনেতা গজরাজ রাও, বক্সার বিজেন্দ্র সিংহের মতো ব্যক্তিত্বেরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...
slidesToScroll: 1 } } ] }); /****tag-carousel ends****/