অলিম্পিক্স মরশুম শেষ হলেও অলিম্পিক্সের জল্পনা এখনও সমানতালে চলছে। এবার জল্পনার মূল বিষয় হয়ে দাঁড়াল প্যারিস অলিম্পিক্স ২০২৪ -এর পদকজয়ী দুই ভারতীয় খেলোয়াড়। একজন নীরজ চোপড়া, অন্যজন মানু ভাকের। তাদের দুজনের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তাই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। এ বিষয়ে নীরজ কিছু না জানালেও মানু ভাকের এই গুজব নিয়ে মন্তব্য করেছেন।
চলতি বছরে নীরজ চোপড়া ও মানু ভাকের এই দুটি নাম ভারতীয় জনতার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, সদ্যই বিশ্বের অন্যতম প্রধান প্রতিযোগিতা অলিম্পিক্স থেকে ভারতের হয়ে পদক জিতেছেন তারা। জ্যাভলিন থ্রো গেমে নীরজ চোপড়ার ঝুলিতে এসেছে রুপোর পদক এবং মানু ভাকের ১০ মিটার এয়ার রাইফেল গেমে জিতে নিয়েছেন জোড়া ব্রোঞ্জ। কিন্তু এরপরই একটি ভিডিওকে কেন্দ্র করে দুই খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে উত্তেজনা প্রকাশ করেছে নেটিজেনেরা।
আদতে অলিম্পিক্স সমাপ্তি অনুষ্ঠানে একসাথে দাঁড়িয়ে কথা বলছিল নীরজ ও মানু। তখনই তাদের সেই কথোপকথনের ভিডিওটি ভাইরাল হয়। এছাড়াও ইভেন্টে নীরজকে মানু ভাকেরের মায়ের সাথে কথা বলতে দেখা গেছে। তাই তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নবোধক মন্তব্য করেন একাংশ। এ বিষয়ে নীরজ কোন মন্তব্য না করলেও মানু ভাকের এই ঘটনা নিয়ে কথা বলেছেন।
নিউজ ১৮-এর এক সাক্ষাৎকারে মানু জানিয়েছেন, ২০১৮ সাল থেকে বিভিন্ন ইভেন্টের সাইডলাইনে নীরজের সাথে দেখা হয় তার। তখন সামান্য কুশল সংবাদ জিজ্ঞেস ছাড়া ইভেন্টে বা ইভেন্টের পরে আর কখনও কথা বলার সুযোগ হয় না তাদের। তাই চারিদিকের এই ছড়ানো গুজবের কোন সত্যতাই নেই।
বর্তমানে ভারতীয় দুই খেলোয়াড়ই নিজেদের গেমের উপরে ফোকাস করতে আগ্রহী। প্যারিস অলিম্পিক্স থেকে তারা রুপো ও ব্রোঞ্জ এনে দিয়েছে ভারতকে। এবার ভারতের এই সোনার ছেলেমেয়েরা সোনার পদকের দিকেই তাক করে রয়েছে।