সম্প্রতি মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হল সোনারপুর উদ্দালক প্রযোজিত পার্থ গোস্বামী নির্দেশিত নাটক 'নীল রঙের মানুষ'। নাটকটির রচনাও নির্দেশকেরই।
নাটকটির সংক্ষিপ্ত কাহিনি- প্রফেসর অচিন নন্দীর (অমিতাভ চ্যাটার্জী) কাছে বিষ কিনতে আসে একজন। নাম জয়ন্ত রায় (পার্থ গোস্বামী)। প্রফেসর প্রথমে চমকে ওঠে। কে তাকে এই বিষের সন্ধান দিল? জানা যায়, শোভন চট্টরাজ বলে একজন আগে ওর কাছ থেকে বিষ কিনতে এসেছিল এবং ঘটনাচক্রে সেও বিষ কিনেছিল তার স্ত্রী'র জন্য।
প্রফেসর তাকে জানায় বিষ কেনার জন্য ওকে আগে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে হবে কেন জয়ন্ত তার স্ত্রীকে হত্যা করতে চায়। জয়ন্ত আর প্রফেসরের কথোপকথনে উঠে আসে আধুনিক সমাজের গতিশীল জীবনের সঙ্গে দাম্পত্যজীবনের মানাতে না পারার কথা; আমাদের প্রত্যেকের মধ্যে একজন হত্যাকারীর বসবাসের কথা; সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক ও সামাজিক হানাহানির কথা। ভাইরাসের ভয় না দেখালে তো অ্যান্টি -ভাইরাস বিক্রি হয় না। তেমনি বিষের ভয় দেখিয়ে প্রতিষেধক বিক্রি করতে হয় - যখন সারা পৃথিবী জুড়ে বিষের চাষ।
তবুও পৃথিবীতে প্রেম আছে, গান আছে, কবিতারা আছে; অদিতি (মঞ্জুলা গোস্বামী রায়) আর জয়ন্তর ভালোবাসা আছে। ভালোবাসা আছে আমাদের সকলের মধ্যে। শুধু সময়ের জমে থাকা ধুলোর আস্তরণ সরিয়ে আয়নাটাকে সাফ করে নিতে হবে।
যেমন করে আকাশ গাইছে আমাদের তেমন করে গাইতে হবে। পার্থ গোস্বামীর নাটক রচনা ও নির্দেশনায় জীবনের সুন্দর এক গল্প উঠে আসে 'নীল রঙের মানুষ' নাটকে। প্রত্যেকে তাঁদের চরিত্র অনুযায়ী যথাযত।নির্দেশনার পাশাপাশি জয়ন্তর চরিত্রে পার্থ গোস্বামী অনবদ্য। নাটকটির মঞ্চ ও শিল্প নির্দেশনায় মঞ্জুলা গোস্বামী রায়। আলোয় গোপাল ঘোষ , রূপাঙ্কনে মহ: আলি।