১৭,০০০ ফিট শৃঙ্গ জয়ের ইতিহাসে মহিলা পর্বতারোহী দল

১৭,০০০ ফিট উচ্চতার শৃঙ্গ জয় করে এক অনন্য কীর্তির নজির গড়লেন আইটিবিপি (ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ বাহিনী) মহিলা পর্বতারোহী দল

সোমবার, উত্তরাখন্ডের বদ্রীনাথের কাছে ১৭,০০০ ফিট উঁচু এক নামহীন শৃঙ্গ জয় করেন তারা। নারায়ণ শৃঙ্গের একেবারে কাছেই রয়েছে শৃঙ্গটি। এই শৃঙ্গে পদচ্ছাপ রাখার আগে উত্তরাখন্ডের আউলিতে অবস্থিত মাউন্টেন অ্যান্ড স্কি ইন্সটিটিউট থেকে অ্যাডভান্সড্ মাউন্টেনিয়ারিং এর কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণপ্রাপ্ত হন তাঁরা, যা তাঁদের এই বৃহৎ সাফল্যের কাছাকাছি নিয়ে আসতে প্রবলভাবে সহায়তা করেছে।

১৪ জন সদস্য রয়েছেন আইটিবিপি’র এই মহিলা পর্বতারোহীর দলটিতে। তারাই প্রথম দল যাঁরা অ্যাডভান্সড্ মাউন্টেনিয়ারিং কোর্সটির দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। আর এখন যে কোনও প্রকার পর্বতারোহনের জন্য সর্বদা প্রস্তুত তাঁরা।

বস্তুত, হিমালয়ের পাদদেশে দুর্গম উচ্চতাপ্রবণ অঞ্চলগুলিতে পর্বতারোহনের জন্য আইটিবিপি তাঁদের দলের সদস্যদের এই ধরণের প্রশিক্ষন প্রদান করে থাকেন।

“বর্তমানে আইটিবিপি’তে ২০০০ জন মহিলা সদস্য রয়েছে। ২০১৭ থেকে আইটিবিপি, এই সদস্যদের জন্য দুর্গম উচ্চতাসম্পন্ন সীমান্তগুলিতে ফাঁড়ি বিস্তার করতে শুরু করেন এবং পর্যাপ্ত স্থানগুলিতে তাঁদের স্থানান্তরিত করেন। এখনও অবধি ৭টি পদ্মশ্রী ১২টি তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারে ভূষিত হয়ে সমৃদ্ধিলাভ করেছে এই বাহিনী,” বলছেন এক আধিকারিক।

প্রাক্তন আইটিবিপি প্রধান সন্তোষ যাদব ছিলেন বিশ্বের প্রথম মহিলা যিনি দ্বিতীয়বারের (১৯৯২ ও ১৯৯৩) জন্য এভারেস্ট শৃঙ্গ জয় করেন।

এ বিষয়ে নিজের মতামত জানিয়ে আইটিবিপি’র এক আধিকারিক জানিয়েছেন, মাউন্টেন ক্লাইম্বিং ট্রেকিং-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস্ গুলির প্রতি মহিলাদের বিশেষ আগ্রহের বিষয়টি লক্ষ্য করেছি আমরা।

ছয় সপ্তাহের জন্য এই প্রতিষ্ঠানে, ২০ থেকে ৩০ বছর বয়সী মহিলারা প্রশিক্ষন লাভ করার সুযোগ পান, যেখানে তাঁরা পর্বতারোহন ও ট্রেকিং এর যাবতীয় কৌশলগুলি রপ্ত করার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে কী করে অনুসন্ধান ও উদ্ধারকার্যে পূর্ণ দক্ষতা অর্জন করতে হয় তা আয়ত্ব করেন।

এ বিষয়ে এক আধিকারিক বলেন, রক ক্রাফট, আইস ক্রাফট স্নো ক্রাফটের মতো প্রশিক্ষণগুলির পাশাপাশি দুর্গম শৃঙ্গে টিকে থাকার কৌশলগুলি রপ্ত করার প্রশিক্ষনগুলিতে সফলভাবে অংশগ্রহণ করেন মহিলারা।

২০১৭ থেকে পুরুষদের পাশাপাশি এই ফিল্ডে মহিলাদের নিযুক্ত করার ফলে বিস্তর রাস্তা উন্মুক্ত হয়েছে মহিলা সদস্যদের জন্য। ফলস্বরূপ ভারত-চীন সীমান্ত থেকে শুরু করে অরুনাচল, লাদাখ সহ বিভিন্ন দুর্গম উচ্চতাবিশিষ্ট অঞ্চলগুলিতে তাঁদের পোস্টিং করে আগামীর পথ সুগম করছেন আইটিবিপি।

৩০শে জুন উত্তর আমেরিকার দেনালি শৃঙ্গ অতিক্রম করে এই অভিযান শুরু করেন আইটিবিপি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অপর্ণা কুমার। এবার ১৭,০০০ উচ্চতা বিশিষ্ট এই নামহীন শৃঙ্গ জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই মহিলারা।

    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...