Navaratri 2024: নবরাত্রিতে পূজিত হন ৯ দেবী, জেনে নিন তার মাহাত্ম্য

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। সারাবছরের জমে থাকা মনখারাপ যেন এই কদিনে মন থেকে উধাও হয়ে যায় বাঙালির মন থেকে। উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে সবাই। কিন্তু এই পুজো শুধুমাত্র দেবী দুর্গারূপে নয়, বরং নবরাত্রি উৎসবের মধ্য দিয়ে গুজরাট, মহারাষ্ট্রের মুম্বাই, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়।

নবরাত্রি মোট ৯ দিন ধরে পালন করা হয়। নবরাত্রির নয়টি রাতে মা দুর্গার নয়টি রূপের পূজা হয়। এই রূপগুলি হল দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মুকাম্বিকা। জেনে নিন দেবীর এই নয়টি রূপের মাহাত্ম্য।

১। নবরাত্রির প্রথম দিনে পূজিতা হন মা শৈলপুত্রী, যিনি এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে পদ্ম ধারণ করে বৃষভের ওপর আসীন।
২। দ্বিতীয় দিনে দেবীর ব্রহ্মচারিণী রূপের পূজা হয়, যেখানে তিনি রুদ্রাক্ষের মালা এবং পবিত্র কমণ্ডলু ধারণ করে কঠোর তপস্যায় নিমগ্ন।
৩। তৃতীয় দিনে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা, যিনি দশ হাতে এবং কপালে অর্ধচন্দ্র ধারণ করে বাঘের পিঠে বিরাজমান।
৪। চতুর্থ দিনে আরাধনা করা হয় দেবী কুষ্মাণ্ডার, যিনি মহাবিশ্বের সৃষ্টির সূচনা করেছিলেন।
৫। পঞ্চম দিনে পূজিতা হন স্কন্দমাতা, যাঁর হাতে পদ্ম ও কমণ্ডলু থাকে এবং তিনি কলা পেতে প্রসন্ন হন।
৬। ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর পূজা হয়, যিনি সিংহবাহিনী এবং ঋষি কাত্যায়নের কন্যা।
৭। সপ্তম দিনে দেবীর কালরাত্রি রূপের আরাধনা হয়, যিনি অসুর বিনাশের জন্য নিজের উজ্জ্বল রং ত্যাগ করেছিলেন।
৮। অষ্টম দিনে পূজিতা হন দেবী মহাগৌরী, যাঁকে নারকেল নিবেদন করে পূজা করা হয়।
৯। নবম বা শেষ দিনে পূজিতা হন দেবী সিদ্ধিদাত্রী, যাঁর পুজো তিল নিবেদন ছাড়া সম্পূর্ণ হয় না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...