ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন স্যার ডেভিড এটেনবরো

এই বছরের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছেন স্যার ডেভিড এটেনবরো। প্রকৃতিবিদ এবং আন্তর্জাতিক সম্প্রচারক।  

ইন্দিরা গান্ধী মেমরিয়াল ট্রাস্টের জুরি বোর্ড তাঁকে বেছে নিয়েছে। বোর্ডের নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ট্রাস্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কিছু মানুষ আমাদের গ্রহটাকে বাঁচানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষকে সচেতন করে তোলার কাজে তাঁরা ক্লান্তিহীন। সেরকমই এক নাম ডেভিড অটেনবার্গ।’

aten

অটেনবার্গকে তাঁর সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।

ডেভিড এটেনবরোর জন্ম ইংল্যান্ডের পশ্চিম লন্ডনে। তাঁর কাজের জীবন শুরু হয় বিবিসি রেডিয়োতে। তারপ্র টিভি সম্প্রচারের দুনিয়ায় পা রাখেন। শুরু থেকেই কাজের পরিসর ছিল বিজ্ঞান আর পরিবেশগত ক্ষেত্রে। বন্যপ্রাণ নিয়ে অজস্র তথ্যচিত্র তৈরি করেছেন। এই সময়ের অন্যতম সেরা সম্প্রচারক বলা হয় তাঁকে।

aten1

প্রসঙ্গত, ২০১৭ সালে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতটি আবিষ্কার করেন বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতটি আবিস্কার করেছিলেন ডেভিড এটেনবরো। 

ট্রাস্টের সেক্রেটারি সুমন দুবে জানিয়েছেন, ‘পরিবেশের সংকট মহামারীর মতো হয়ে উঠেছে। জীব বৈচিত্র রক্ষায় মানুষকে আরও সচেতন হয়ে উঠতে হবে।’

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...