Project Prometheus নাট্যদলের নাটক 'যারা জেগে থাকে'। এই নাটকের নির্দেশক ইন্দুদীপা সিনহা। আর এই নাটকে দেখা যাবে একদল নতুন প্রজন্মের চেনা মুখ। দুটি স্ক্রিপ্টের উপর নির্ভর করে নাটকটি তৈরী হয়েছে। একটি হল জার্মান সিনেমা। এটি একটি অস্কার সম্মানে সম্মানিত সিনেমা 'দ্যা লাইফস অফ আদার্স'। এই সিনেমাটির ঘটনা হল আশির দশকের ইস্ট জার্মানির প্রেক্ষাপটে একটি ঘটনা। এই ঘটনা পুরোপুরি ভাবে মানুষের ও তার ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রের নজরদারী। এটা নিয়েই গল্পটা এগোতে থাকে। এই সিনেমাটা নাটকটির জন্য যুক্তিযুক্ত। এছাড়া আরেকটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। গতানুগতিক অচলায়তন কে ভেঙে নতুনভাবে প্রাণ খুলে বাঁচার কথা বলে আমাদের তাসের দেশ। তাই এখানে ভাঙা মানে নতুন কিছু গড়ে তোলা বা নতুন দিক নির্দেশ করা। এই দুই পরম্পরাকে কে কেন্দ্র করে গড়ে ওঠে নাটক 'যারা জেগে থাকে'। এই নাটকে কয়েটি উল্লেখ্যযোগ্য চরিত্র হল- জেরেস্কা, যে একজন নাট্যকার, পার্ফরমার, নাট্য পরিচালক। কিন্তু এই জেরিস্কার কাজ আচমকা রাষ্ট্র বন্ধ করে দেয় এবং সেই গ্লানিতে সে আত্মহত্যা করে। তবে এই নাটকটি যে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে সেই সিনেমাতে এই চরিত্রটা ছিল না। এই চরিত্রটিকে নির্দেশক ইন্দুদীপা সৃষ্টি করেছেন। এই চরিত্রের খুব একটা সংলাপ নেই। জর্জ ড্রিমেন একজন নাট্যকার। তিনি নাটক লেখেন সেই সময়ে জার্মানিতে উনি অনেক বিখ্যাত নাটক লিখেছেন। আরেক চরিত্র কলোনেল গ্লুবিস সেই সময়ে জার্মানিতে শাসক যন্ত্রের প্রতীক। এছাড়া এই নাটকে অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, প্লাবন বসু, প্রসেনজিৎ বর্ধন, শান্তুনু নাথ সহ একরাশ এই প্রজন্মের চেনা মুখ।