নাটকের নাম: P.S. ভালোবাসা
নাটক রচনা ও নির্দেশনা: অনিরুদ্ধ দাসগুপ্ত
সঙ্গীত পরিচালনা: তিমির বিশ্বাস
অভিনয়ে: মহুয়া হালদার, শুভাশিস দাসগুপ্ত, অরিত্র দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, আত্মাদীপ ঘোষ, সুদীপ সরকার, সুলগ্না,সাহানা সেন, জিত দাস, রোমিত প্রমুখ ।
প্রযোজনা: ফোর্থ বেল থিয়েটার্স
রবিবার সন্ধ্যায় জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হল ফোর্থ বেল থিয়েটার্স প্রযোজিত নাটক "P.S.ভালোবাসা "র প্রথম শো । নাটকটির রচনা ও নির্দেশনা অনিরুদ্ধ দাসগুপ্ত । নাটকটির রিভিউ লিখতে বসা পর্যন্ত এই নাটকের রেশ এখনও কাটিয়ে উঠতে পারিনি । বহুদিন পর সুন্দর , ঝকঝকে মন ছুঁয়ে যাওয়া নাটকের স্বাদ পেলাম । কে বলে নাটকের বাজার মন্দা ?কে বলে মানুষ আর নাটক দেখতে উৎসাহ দেখায় না !!এদিন এই নাটকের শো তে জ্ঞান মঞ্চের হাউসফুল প্রেক্ষাগৃহ এবং নাটক শেষে সমস্ত দর্শক যেভাবে দাঁড়িয়ে কলাকুশলীদের কুর্নিশ জানালো সেটা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল আর সেই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেরও বেশ আনন্দ লাগলো এবং অবস্যই গর্ব বোধ হলো । নাটকটির বুনট লিখন এক মুহূর্তের জন্যও কোনো দর্শককে প্রেক্ষাগৃহের আসন ছেড়ে উঠতে দেয়নি । 'নাটকটির গল্প আপনার আমার গল্প , এই গল্প স্বপ্ন ভেঙ্গে যাওয়া এবং ফের স্বপ্ন দেখার গল্প ,এই গল্প হোঁচট খেয়ে টাল সামলানোর গল্প এবং অবস্যই এই গল্প ভালোবাসার গল্প -শহরের প্রত্যেক কোনায় লুকিয়ে থাকা এক অনন্য ভালোবাসার গল্প , সেই ভালোবাসা শুধু নারী-পুরুষ , বন্ধু বান্ধব ছাড়াও শহরকে নিয়ে হয় । একটা অস্তিত্বকে নিয়েও তৈরি হয় -একটা মানুষের আইডেনটিটীকেও নিয়েও হয় ।নাটকে কলকাতা শহরকে দেখানো হয়েছে । এই শহরে নানান রকম মানুষ রোজ আসে যায় । শহরে থাকা মানুষ হয়তো চলে যায় , আবার বাইরের কোনো মানুষ এসে হয়তো এই শহরেই তার নতুন আস্তানা খুঁজে পায় এবং তাদের সাথে ভালোবাসা তৈরি হয় । শহর থেকে চলে যাওয়ায় সময় সম্পর্ক ছিন্ন করে বা ভালোবাসাটুকু নিয়ে , হয়তো বা শহরটাকেই নিয়ে বেরিয়ে যায় ।কোথাও এই সবরকমের সম্পর্ক , ভালোবাসা , ভালোলাগা ,ব্যক্তির সাথে , তার অস্তিত্বর সাথে , চারিপাশের সাথে , সবকিছু মিলিয়ে,মিশিয়ে নাটক "P.S.ভালোবাসা "। নির্দেশক অনিরুদ্ধ তাঁর এই নাটকে নিয়ে এসেছেন এক ঝাঁক তরুন তরুনীকে । তাদের সম্পর্কের মাধ্যমে,তাদের প্রেম বন্ধুত্বের মাধ্যমে বিভিন্ন সমকালীন পরিস্থিতি তুলে ধরেছেন অতি নিপুন ভাবে । এটাও বোঝাতে চেয়েছেন ভালোবাসা শেষ হয়েও হয় না , ফাইনালি কিছু কথা থেকে যায় । নির্দেশনার মুনশিয়ানায় প্রতিটি চরিত্র হয়ে উঠেছে আমাদের অতি চেনা । অভিনয়ে মহুয়া , শুভাশিস , স্নেহা , অরিত্র , সাহানা , আত্মদীপ , জিৎ সুন্দর , সুলগ্না,সুদীপ , জিৎ দাস প্রত্যেকেই অসামান্য । এতো সুন্দর দলগত অভিনয় নাটকটিকে অনন্য করে তোলে । প্রত্যেকের অভিনয় মন কাড়ে। নাটকের মঞ্চেই তিমির বিশ্বাসের লাইভ পারফর্মেন্স এবং আবহ আরেকটি ব্যতিক্রমির স্বাদ দেয় । তাকে আলাদা করে প্রশংসা করতেই হয় । মহুয়া ও সায়ানীর পোষাক পরিকল্পনাও প্রসংশার দাবীদার । সবশেষে আরেকবার কুর্নিশ জানাই নির্দেশক অনিরুদ্ধ দাসগুপ্ত কে -এরকম একটা সুন্দর নাটক রচনা ও নির্দেশনা করার জন্য।