ন্যাশনাল স্টেম চ্যালেঞ্জ ২০২৪ঃ যাদবপুর বিদ্যাপীঠের দুই ছাত্রদের মাথায় উঠল সেরার শিরোপা

শিক্ষা ও প্রযুক্তি বিদ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠানের তালিকায় একদম প্রথম সারিতে থাকে। কিন্তু এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, বরং যাদবপুর বিদ্যাপীঠের দুই পড়ুয়ার মাথায় সেরার শিরোপা উঠল। ন্যাশনাল স্টেম চ্যালেঞ্জ ২০২৪ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হল যাদবপুর বিদ্যাপীঠের নবম শ্রেণির ধ্রুবজ্যোতি পাইক এবং আদিত্য মণ্ডল।

ধ্রুবজ্যোতি এবং আদিত্য দু'জনেই এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। মূলত ইলেক্ট্রনিক্স সার্কিট এবং কোডিং নিয়ে আগ্রহী পড়ুয়াদের জন্য আয়োজিত করা হয়েছিল এই প্রতিযোগিতা। এখানে কোডিংয়ের সাহায্যে বিশেষ ইলেক্ট্রনিক্স সার্কিট তৈরি করে ধ্রুবজ্যোতি এবং আদিত্য। আর সেখানেই সেরার স্থান অধিকার করেছে তারা। এছাড়া ধ্রুবজ্যোতি ‘মাস্টার মেকার’ হিসাবেও পুরস্কৃত হয়েছে এই প্রতিযোগিতায়। বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী দোদ্দলাহল্লি কেম্পেগৌড়া শিবকুমার এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী মধু বঙ্গারপ্পা।

আন্তর্জাতিক সংস্থা 'ব্রিলিয়ো অ্যান্ড স্টেম লার্নিং'-এর সঙ্গে দ্য ন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স (স্টেম) নিয়ে উদ্ভাবনী দক্ষতা বাড়ানোর লক্ষে এই আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের প্রায় ২০০টিরও বেশি স্কুলের ২,০০০ জনেরও বেশি পড়ুয়া ও প্রায় ৪০০ জন শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেছিল। ২৭ অগস্ট বেঙ্গালুরুর বনাশঙ্কারির ন্যাশনাল হিল ভিউ পাবলিক স্কুলে এই প্রতিযোগিতার ফাইনাল হয় আর সেখানেই সেরা হয়েছে ধ্রুবজ্যোতি এবং আদিত্য।

তবে এই কৃতিত্ব শুধুমাত্র ছাত্রদের নয়, তাদের এই জয় অবধি আসতে সাহায্য করে তাদের শিক্ষক ও মেন্টর। এই ক্ষেত্রে ধ্রুবজ্যোতি, আদিত্যদের মেন্টর হলেন স্কুলের ইলেক্ট্রনিক্সের শিক্ষক প্রসূনকলি ভৌমিক। তিনি ছাত্রদের এই জয়ে আপ্লুত । তিনি জানিয়েছেন, প্রায় এক মাসের ধরে ছেলেদের ইলেক্ট্রনিক সার্কিট, কোডিং সংক্রান্ত বিষয়গুলি শিখিয়েছেন। এছাড়া, তারা নিজেরাও খুব উৎসাহের সঙ্গে প্রতিটি স্তরের টাস্ক সম্পূর্ণ করে এই জয় এনেছে। তাই ভবিষ্যতে অন্যান্য পড়ুয়াদেরও এই বিষয়গুলিতে আরও শেখানোর পরিকল্পনা রয়েছে তার। স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য-ও পড়ুয়াদের এই সাফল্যে গর্বিত।

ন্যাশনাল স্টেম চ্যালেঞ্জ ২০২৪ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হায়দ্রাবাদের জেপিএইচএস হাইস্কুল নাগোল এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের শেশাবাঈ জ্ঞানেজ প্রশলা স্কুল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...