National Games 2025: জাতীয় গেমসে বাংলার ঝুলিতে ১৬ টি সোনা, সবচেয়ে বেশি পদক এল জিমন্যাস্টিক্স বিভাগে

বৃহস্পতিবার শেষ হল জাতীয় গেমস। এবারের টুর্নামেন্টে বাংলার জয়জয়কার। সব মিলিয়ে মোট ১৬ টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ জিতেছে বাংলা। পদক তালিকায় নাম উঠে এসেছে অষ্টম স্থানে। পূর্ববর্তী টুর্নামেন্টে মোট ৭ টি সোনা জিতে বাংলার নাম ছিল ১৮ নম্বরে। এবারে সেটি একধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যে খুশির হাওয়া বইছে বাংলা জুড়ে।

 

হাইলাইটসঃ
১। বৃহস্পতিবার শেষ হল জাতীয় গেমস
২। সব মিলিয়ে মোট ১৬ টি সোনা জিতেছে বাংলা
৩। তালিকায় রয়েছে ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ

 

এবার জাতীয় গেমসে বাংলার সবচেয়ে বেশি পদক এসেছে জিমন্যাস্টিক্স থেকে। বাংলা মোট ১২ টি পদক পেয়েছে এই বিভাগে। এর মধ্যে রয়েছে ৫ টি সোনা, ৫ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ।

এই টুর্নামেন্টের শেষ দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অ্যাপারেটার্স বিভাগে বাংলা দুটি সোনা জিতে নিয়েছে। শেষদিন ফ্লোর এক্সারসাইজে সোনা জিতে নেন প্রণতি দাস। তাঁর মোট স্কোর ছিল ১১.৯৬৭। ব্যক্তিগত ও দলগত ইভেন্ট মিলিয়ে এই টুর্নামেন্টে মোট তিনটি সোনা জেতেন তিনি। ফ্লোর এক্সারসাইজের পাশাপাশি টিম ইভেন্টের ও আনইভন বার বিভাগেও সোনা জিতেছেন প্রণতি।

এছাড়াও, ফ্লোর এক্সারসাইজ বিভাগে রুপো জিতে নেন বাংলার মেয়ে প্রতিষ্ঠা সামন্ত। তাঁর স্কোর ১১.৫৩৩। ব্রোঞ্জ জিতেছেন দিল্লির স্নেহা তারিয়াল।

প্রণতির পাশাপাশি মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অ্যাপারেটাস ব্যালান্সিং বিমে বিভাগে সোনা জিতেছেন বছর বাইশের ঋতু দাস। তাঁর স্কোর ছিল ১১.৩৬৭। কোচ ও প্রাক্তন জিমন্যাস্ট মৌনা কর্মকারকে ঋতু তাঁর জয়ের পদক উৎসর্গ করেছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...