নাসার নয়া পদক্ষেপ

ইনসাইটের পর ফের মঙ্গলযান নিয়ে বড়সড় ঘোষনা নাসার। শুক্রবার নাসার তরফ থেকে জানানো হয়ছে যে ২০২০ সালের মধ্যে আরো একটি মঙ্গলযান পাঠাবে তারা যেটায় থাকবে  হেলিকপ্টার। মঙ্গল গ্রহে হেলিকপ্টার চালানোর পরিকল্পনা ২০১৩ সাল থেকেই করে আসছিল নাসা। কিন্তু এই পরিকল্পনা খরচা সাপেক্ষ হওয়ার ফলে কিছুদিন স্থগিত রাখে নাসা। সম্প্রতি জিনিস পত্রের দাম কমায় ফের  কার্যকর হতে চলেছে এই পরিকল্পনা। মার্স ২০২০ নামক এক রোবোযানের সাথে মঙ্গলের উদ্দেশ্যে পা দেবে এই কপ্টার। কপ্টারে থাকছে ব্যাটারী যা সৌরশক্তি দ্বারা চার্জ হবে, থাকছে ২টি প্রোপেলার যা একে অপরের উল্টো দিকে ঘুরবে। একমাসের এই যাত্রাপথে মঙ্গলকে ৫বার প্রদক্ষিন করবে এই কপ্টার। নাসার তরফ থেকে জানানো হয়েছে যে মঙ্গলের বায়ুমন্ডলে প্রায় ৪০ হাজার ফুট অবধি উড়তে পারবে এই কপ্টার। এই একমাসে মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি তুলে পৃথিবীতে ফিরে আসবে মার্স ২০২০।

এটা শেয়ার করতে পারো

...

Loading...