চাঁদে পদার্পণ করবেন মহিলা নভোশ্চর

২০২৪ এ চাঁদে মানুষের পদার্পণের লক্ষ্যে ১৩টি অন্য সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন মহাকাশ সংস্থা। এদের মধ্যে রয়েছে এলোন মাস্কের ‘স্পেস-এক্স’ এবং জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’। মঙ্গলবার নাসা’র তরফে জিম রয়েটার নামের এক আধিকারিক জানান, উন্নত মানের যাত্রার লক্ষ্যেই এই চুক্তিগুলি করা হয়েছে। যাতে কোনও ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন না হতে হয়।

বেশি তাপমাত্রার এলাকায় যাতে চন্দ্রযানটি ঠিক ভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে যানটির সমস্ত প্রস্তুতির উপকরণ দেখভালের দায়িত্বে রয়েছেন ভার্জিনিয়ার গবেষণা কেন্দ্রের লচিড মার্টিন। নাসা’র হাউস্টন জনসন স্পেস সেন্টারের সাথে সহযোগিতা করবে ব্লু অরিজিন সংস্থা। মূলত, নেভিগেশন সিস্টেম দেখাশোনার দায়িত্ব থাকবে এই সংস্থার উপর। তা ছাড়া, জ্বালানির প্রয়োজনের বিষইয়টিও খতিয়ে দেখবে তাঁরা।

নাসা’র কেনেডি স্পেস সেন্টারের সাথে কাজ করবে স্পেস-এক্স সংস্থা। ফ্লোরিডা থেকে কাজ করবে তারা। মূলত, ভার্টিকাল ল্যান্ডিঙয়ের প্রয়োজনেই কাজ করবে তাঁরা। পাশাপশি নাসা’র তরফে আর্টেমিস প্রকল্পের প্রস্তুতিও তুঙ্গে। এই প্রকল্পে  মহিলা নভোশ্চরকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করা হবে বলেও জানা গিয়েছে। আপাতত, ২০২০তে মানবহীন একটি চন্দ্র অভিযানের প্রস্তুতি রয়েছে আগামী ২ বছরে, সে কথাও জানিয়েছে নাসা। 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...