ইসরোর সঙ্গে যৌথভাবে মহাকাশ গবেষণা চালাতে চায় নাসা

ভারত ছাড়াও বিশ্বের প্রতিটি দেশের সংবাদমাধ্যম প্রশংসায় পঞ্চমুখ চন্দ্রযান-২ মিশন নিয়ে। ভারতের এই উদ্যোগ সকলের নজর কেড়েছে। নিউইর্য়ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য বিবিসি, দ্য গার্ডিয়ান প্রভৃতি সংবাদ সংস্থা। সকলেই বিশেষ গুরুত্ব সহকারে চন্দ্রযান-২-এর খবর ছেপেছে। চন্দ্রযান-২ প্রকল্পে ভারত যে স্বল্প খরচে গোটা মিশনটি সম্পন্ন করেছে, তা যথেষ্ট গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মহলে। এর পাশাপাশি এই অভিযান যথেষ্ট প্রশংসিত হয়েছে নাসা- র দ্বারা।

                             মার্কিন এই গবেষণা সংস্থা ভারতের চন্দ্রাভিযান-কে নিজেদের অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছে। তারা ইসরোর সঙ্গে যৌথভাবে সৌরমণ্ডলের সম্পর্কে গবেষণা করতে চায় বলেও জানিয়েছেট্রাম্প প্রশাসনের এক শীর্ষ আধিকারিকও ইসরোর এই কর্মকান্ডকে ভূয়সী প্রশংসা করেছেন। এই অভিযান ভারতের জন্য ভবিষ্যতের বড় পদক্ষেপ বলেও মনে করেন তারা। ইসরোর প্রচেষ্টা নিয়ে আগেই প্রশংসা করেছিলেন নাসার প্রাক্তন নভশ্চর জেরি লিনেঙ্গার। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যনির্বাহী সরকারি সচিব অ্যালিস জি ওয়েসেল এই অভিযানের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এই অভিযান মূল্যবান তথ্য যোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

                          প্রসঙ্গত উল্লেখ্য, ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, আগামী ১৪দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে ইসরো।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...