চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ পাওয়া গেল

 

চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ পাওয়া গেল। তিন মাস ধরে অবিরাম খোঁজ করার পর চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ পাওয়া গেল। নাসার ছবির সাহায্য নিয়ে চাঁদের সাউথ পোল থেকে সেই ধ্বংসাবশেষ খুঁজে বের করেছেন চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ার। মঙ্গলবার সকালে সেই ছবি প্রকাশ্যে এনে নাসা জানিয়েছে, বিক্রম ল্যান্ডারের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। গত ২৬ সেপ্টেম্বর বিক্রমের ভেঙে পড়ার অংশটি প্রকাশ করে নাসা। এলআরও ক্যামেরায় তোলা ছবিটি থেকে একটি অংশকে চিহ্নিত করে ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার এবং পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সন্মুগ সুব্রহ্মণ্যন (শান) দাবি করেন, সেটিই বিক্রমের ধ্বংসাবশেষ।

                  একটি বিবৃতিতে নাসা জানিয়েছে, চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার সন্মুগ সুব্রহ্মণ্যম প্রথমে ধ্বংসাবশেষ চিহ্নিত করেন। বিক্রম ল্যান্ডার যেখানে ক্র্যাশ ল্যান্ড করেছিল, তার উত্তর-পশ্চিম দিকে তিনি একটা বড় উজ্জ্বল পিক্সেল চিহ্নিত করেন। তারপর তিনি লুনার রেকনিজেন্স অরবিটার প্রজেক্টের দায়িত্বে থাকা গবেষকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর বক্তব্য শোনার পরেই ওই প্রজেক্ট টিম ভালো করে পর্যালোচনা করেন চন্দ্রযান নামার আগের এবং পরের ছবি। ছবিগুলি তুলনা করে বোঝা যায় ওটা ল্যান্ডারেরই ধ্বংসাবশেষ। ২৬ সেপ্টেম্বরের পরেও ১৪, ১৫ অক্টোবর এবং ১১ নভেম্বরে আরও কয়েকটি ছবি তোলা হয় নাসার কৃত্রিম উপগ্রহ থেকে। তারপরেই এই ব্যাপারে নিশ্চিত হন নাসার মহাকাশ গবেষকরা।

                 এবারে নাসার তোলা সবকটি ছবি খুঁটিয়ে পর্যবেক্ষন করতে থাকেন সুব্রহ্মণ্যম। তাঁর দাবিকে সম্মতি জানিয়ে নাসার ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট জন কেলার তাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তথ্য নিশ্চিত করতে কিছুটা দেরি হওয়ায় ক্ষমা চেয়েছেন কেলার, সন্মুগের  কাছে। নাসার শেষ প্রকাশিত ছবিতে সেই জায়গাটিকে 'এস' বলে চিহ্নিত করা হয়েছে। নাসার প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রঙ করে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...