এবার চন্দ্রযান-৩ সাফল্যে ইসরোকে উচ্ছ্বসিত প্রশংসা করলেন নাসার প্রশাসক বিল নেলসন

চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস গড়েছে চন্দ্রযান-৩। সেই মিশন নজর কেড়েছে গোটা বিশ্বের এবং বিভিন্ন দেশ থেকে বহু প্রশংসা বার্তা এসেছে ভারতে। গর্বিত গোটা দেশবাসী।

এবার চন্দ্রযান-৩ সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করলেন নাসার প্রশাসক বিল নেলসন। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের পরিদর্শন করেন নেলসন। সেখানেই এসে তিনি বলেন 'ভারত এমন একটা জিনিস করেছে যা কোনও দেশ পারেনি এবং তার জন্য সব প্রশংসা তাদের প্রাপ্য'।

এদিন নেলসন নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার (NASA-ISRO Synthetic Aperture Radar) স্যাটেলাইটের সমস্তরকম প্রস্তুতির পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলেন। জানা গিয়েছে এই স্যাটেলাইটের পথচলা শুরু হবে পরের বছর অর্থাৎ ২০২৪ সালে।

PTI11-29-2023-000281A-0_1701508239137_1701508269663

এদিন মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমে বিল জানিয়েছেন যে প্রথমেই তিনি ভারতকে অভিনন্দন জানাচ্ছেন। ভারত-ই পেরেছে প্রথম চাঁদের দক্ষিণ মেরুর চারপাশে পা রাখতে।

তিনি আরও জানিয়েছেন যে তাঁরা পরের বছর কমার্সিয়াল ল্যান্ডার পাঠাতে চলেছে। কিন্তু, ভারতই প্রথম। অন্যরা চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ভারত সফল হয়েছে।

কমার্সিয়াল ল্যান্ডার  প্রসঙ্গে নেলসন জানান যে তাঁরা শীঘ্রই আবার চাঁদে যাচ্ছেন। তবে, এবার তাঁদের সঙ্গে থাকবে আন্তর্জাতিক সঙ্গীরা। এই প্রথম আন্তর্জাতিক ক্রু মেম্বাররা একসঙ্গে চাঁদে যাবেন। ভারতের বাণিজ্যিকভাবে বিনিয়োগের প্রভূত সুযোগ রয়েছে। তাই নাসায় তাঁদের এখন বাণিজ্যিক সঙ্গী আছে।

গত ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ৪ বছর আগে সেই ব্যার্থতা মুছে গিয়েছে তাঁদের মন থেকে। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করে ভারত। তাই মহাকাশ গবেষণায় এই সাফল্যকে দেশবাসী যাতে মনে রাখে, সেই জন্য এই দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইসরো সংস্থার প্রধান এস সোমনাথ এই জয়ের পর আগামী দিনে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি হচ্ছেন গোটা টিম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...