এবার নরেন্দ্র মোদীকে পুরস্কৃত করবে 'বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দেশের স্বচ্ছ ভারত অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্লোবাল গোলকিপার্স পুরস্কার প্রদান করতে চলেছে, ইতিমধ্যেই বুধবার আইএএনএসে তা ঘোষণা করেছে এই সংস্থা। নিউইয়র্কে এই খেতাবে ভূষিত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর সরকারি সূত্রে। জানা যাচ্ছে, আগামী ২৪শে সেপ্টেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে মোদীর হাতে।

ভারতে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক স্বচ্ছ ভারত কর্মসূচির সূচনার মাধ্যমে যে অভিযান মোদী সরকার চালু করেছে, সেই প্রকল্পকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত সংস্থার। মাইক্রোসফটকর্পোরেশন-এর প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের সংস্থা ‘;বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের কয়েক কোটি মানুষের প্রধানত মহিলা এবং শিশুদের স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে শৌচ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

বিশ্বব্যাপী অপরিচ্ছন্ন শৌচ ব্যবস্থার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি পাঁচ বছরে প্রায় ৫ লক্ষ মানুষ মারা যান। আর ভারত এর থেকে মুক্তি পাওয়ার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে, একটা সঠিক পথনির্দেশক হতে পেরেছে।

প্রধানমন্ত্রীর দূরদর্শিতা বিশ্বের দরবারে স্বীকৃত হচ্ছে, এটি সমগ্র দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত। আর তাঁরই প্রশংসা এবার বিল গেটসের মুখেও। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন স্বচ্ছ ভারত অভিযান চালু করেন নরেন্দ্র মোদী। পরবর্তী ৫ বছরের মধ্যে দেশজুড়ে ৯কোটি শৌচাগার নির্মাণ করে ছিল তাঁর উদ্দেশ্য। কিছু প্রভাবশালী মার্কিন মিডিয়াও ফাউন্ডেশন এই পুরষ্কার বাতিল করার দাবিতে নিবন্ধ প্রকাশ করেছিল। তবে অবশেষে পুরস্কারের দিন ধার্য করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...