নন্দনা যুব সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

কাশ ফুলে ছেয়ে থাকা মাঠ, ভোর বেলার হিমেল বাতাস আর শিউলি ফুলের সুভাষ, জানান দিচ্ছে সময় আগত। হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে শারোৎসবের আনন্দে। আর বাঙালিদের সেই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে তৈরী জিয়ো বাংলা

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন নন্দনা যুব সংঘ পূজা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রনীল ব্যানার্জী, সহ-সম্পাদক রাজিব ব্যানার্জী ও সাধারণ সদস্য চিরঞ্জীত দাস। এবছর ৬৩তম বর্ষে তাদের থিম “নয়ন মেলিবো যেখানে”।

শিল্পী প্রশান্ত পাল জুনিয়ারের ভাবনায় সেজে উঠছে তাদের পূজা মন্ডপ। তবে মন্ডপে থিমের ছোয়া থাকলেও, প্রতিমার তার কোনও ছাপ থাকছে না। ৬৩ বছর আগেকার মায়ের সনাতনী রুপকেই আজও পুজো করে আসছ্ন তারা।  আপাতত উদ্বোধনের দিনক্ষণ ঠিক না হলেও, সাধারণত প্রতিবছর চতূর্থীর দিনই হয়ে থাকে তাদের উদ্বোধন। অষ্টমীনবমীর দিন ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে মহাভোজের আয়োজন করা হয়। দশমীর দিন সিদুঁর খেলাবরণের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় পার্বতীকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...