'সাহিত্য আকাদেমি' পাচ্ছেন নবনীতা দেবসেন

ছোটদের রূপকথা থেকে স্বতঃস্ফূর্ত কবিতা, সরস ভ্রমণবৃত্তান্ত থেকে রম্যরচনা, প্রবন্ধ, উপন্যাস, অ্যাকাডেমিক্স — সবেতেই তাঁর অনায়াস বিচরণ, তিনি ঠিক যতটাই ধ্রুপদী, আবার ততটাই আধুনিকা বা সমকালীন। 'নবনীতা' তাঁর এই নামটি রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্য এ বছর সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক-অধ্যাপিকা নবনীতা দেবসেন। শুক্রবার সাহিত্য আকাদেমির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এই নব সম্মানে ভূষিত হয়ে তিনি জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি তিনি। তাঁর পাশাপাশি যুব বিভাগে 'কুন্তল ফিরে এসো' উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি যুব পুরস্কার পাচ্ছেন তরুণ লেখিকা মৌমিতা।

১৯৩৮ সালে দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে জন্মগ্রহন করেন নবনীতা দেবসেনসাহিত্য-সংস্কৃতির ঘেরাটোপে বেড়ে ওঠা তাঁর। খুব ছোট বয়সেই লেখালিখির সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়েন। অমিয় চক্রবর্তী, প্রণবেন্দু দাশগুপ্তের আগ্রহে 'দেশ' পত্রিকা থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম প্রত্যয়' (১৯৫৯)। ১৯৬১ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'স্বাগত দেবদূত'। ১৯৭৬ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস 'আমি অনুপম'। একে একে সাহিত্য জগতে স্থান পায় তাঁর একাধিক রচনা। কর্মজীবন কেটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। তাঁর এই পুরস্কার প্রাপ্তিতে খুশি সাহিত্যমহল থেকে শুরু করে বাংলা সাহিত্যের অনুরাগী-পাঠককূলও। 

প্রসঙ্গত, গত বছর 'শ্রীকৃষ্ণের শেষ ক'টা দিন' ছোটগল্পের জন্য সাহিত্য আকাদেমি পেয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...