‘ব্লোজ আপ অ্যাট ইনফিনিটি’
সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এই লাইনগুলি বলে দেয় প্রোফাইল মালিকের প্যাশনের কথা। সেই প্যাশনই তাঁর জীবনের প্রধান মেরুবিন্দু। তার টানেই মাত্র ২৪ বছর বয়সে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’তে গবেষণার সুযোগ পেয়েছেন নদীয়ার কৃষ্ণনগরের নবারুণ পোদ্দার।
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মহাকাশ। এছাড়া জীবনে দ্বিতীয় কোনও স্বপ্ন নেই, তাই লক্ষ্য ছিল মহাকাশবিজ্ঞানী হবেন। ২০১৫ সালে কৃষ্ণনগরের বিশপ মরো স্কুল থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করেছিলেন নবারুণ।
সেই স্কুল থেকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে আইএসসি পাশ করেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসিতে প্রায় ৯০ শতাংশ নম্বর পেয়ে পদার্থবিদ্যায় স্নাতক হন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন এবং ‘ইসরো’ তে গবেষণার আবেদন করেন। তাঁর আবেদন স্বীকৃতি পায়। ইসরোতে গবেষক হিসেবে যোগ দিয়েছেন।আপাতত বেশ কয়েক বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোতে সে রিসার্চ স্কলার হিসেবে যোগদান করবেন। এরপর ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়েই কাজ করার ইচ্ছে।
বাবা নিরোদবরণ পোদ্দার পেশায় স্কুল শিক্ষক। মা শিপ্রা পোদ্দার গৃহশিক্ষিকা। ছোটবেলা থেকেই নবারুণ অসম্ভব মেধাবী ছিলেন। দশমশ্রেণী পর্যন্ত কোনও গৃহশিক্ষক ছিল না। মায়ের কাছেই পড়েছেন।