গ্রামীন পরিকাঠামোর উন্নতির জন্য পশ্চিমবঙ্গকে ঋণ দান করল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকার্ল্চারাল রুরাল ডেভেলপমেন্ট (NABARD)। ২০১৮-১৯-র আর্থিক বর্ষের প্রথম কোয়ার্টারে প্রায় ৭০০ কোটি টাকার ঋন সাক্ষর করল তারা। এই ঋণ পাওয়ার ফলে কার্যকর হতে চলেছে ৮৬টি প্রকল্প তার মধ্যে রয়েছে ৬টি সোলার পাওয়ার প্রজেক্ট, কিছু মাঝারি ও ছোটখাটো সেচ প্রকল্প, ১২টি বন্যা সুরক্ষার প্রকল্প ও ৫৭টি সড়ক নির্মাণ প্রকল্প। এই সবকটি প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১৫৫ টি গ্রাম সুবিধা পাবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।