নবনগর বাদামতালা সার্বজনীন | জিয়ো বাংলা, শারদ সম্মান ২০১৯

দীর্ঘদিন গর্ভে ধারণ করার পর, অবশেষে জন্ম হয় একটি নতুন প্রাণের। আর যেই মহামানবীর গর্ভে ধীরে ধীরে বাড়তে থাকে এই প্রাণ তিনি হলেন “মা”। তবে এখানেই শেষ নয়, জীবনের সব সখ আহ্লাদ ত্যাগ করে, লালন পালন করে সেই ছোট্ট প্রাণটিকে বড় করে তলার পিছনে জন্মদাত্রীর যে অবদান, তা অনস্বীকার্য। 

তাই একজন মায়ের এই ‘ত্যাগ’ কে  সম্মান জানিয়ে সেজে উঠছে নবনগর বাদামতালা সার্বজনীনের পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-এ উপস্থিত থিলেন পূজা কমিটির কার্যনির্বাহী কমিটির দুই সদস্য সন্দীপ ঘোষপ্রশান্ত রায়। সঞ্চালক দীপালির সাথে পুজো আড্ডা@জিয়ো বাংলায় আমরাও শুনে নিলাম তাদের পুজোর বিষয়। ৩১ বছরের পুজো হলেও বিগত ৫ বছর হল তারা থিম পুজোয় প্রবেশ করেছেন। থিম শিল্পী আনন্দ প্রসাদ কুন্ডুবন্ধন পোদ্দার এবং প্রতিমা শিল্পী স্বপন দাসের মিলিত প্রয়াসে রূপ পাচ্ছে তাদের পূজা মন্ডপ ও প্রতিমা।

২রা অক্টোবর অর্থাৎ চতূর্থীর দিন উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পুজোর পথচলা। পুজোর কটা দিন সকল পল্লীবাসীদের জন্য থাকবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। নবমীর দিন পল্লীবাসী সহ সকল দর্শনার্থীদের জন্য থাকবে রসনা তৃপ্তির ব্যবস্থাও। দশমীর বিসর্জনের পর সকলের ভারাক্রান্ত মনে আনন্দের সঞ্চার ঘটাতে পুজো কমিটির তরফ থেকে ‘বিজয়া সম্মেলনী’-র আয়েজন করা হয়। হাওড়া থেকে ট্রেন ধরে আন্দুল স্টেশন, সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে পৌঁছে যেতে পারেন নবনগর বাদামতলা সার্বজনীনের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...