নবযাত্রী পূজা অরগ্যানাইজেশন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

বর্তমান সমাজে নারী পুরুষ ভেদাভেদ কে পিছিয়ে ফেলে এগিয়ে চলেছে মহিলারা। সে একটি বড় সংস্থার কর্মকর্তা-ই হোক বা ইট-ভাটায় কাজ করতে যাওয়া একজন শ্রমিক, নারীরা আজ পুরুষদের থেকে কোনও অংশেই কম নয়। তা বলে কর্মস্থলে গিয়ে নারীরা যে সুরক্ষিত তা হলফ করে বলতে পারবে কজন?  যত বড়ই সংস্থা হোক বা ছোটো কোনও কারখানা, শারিরীক ক্ষমতা পুরুষদের বেশি বলে এখনও অনেক ক্ষেত্রে নির্যাতনের মুখে পড়তে হয় নারীদের। তাই কর্মস্থলে নারীদের ওপর হওয়া নির্যাতন বিরুদ্ধে সরব হওয়ার আর্জি জানিয়ে সেজে উঠছে নবযাত্রী পুজো অরগ্যানাইজেশনের পূজা মন্ডপ।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও- উপস্থিত ছিল সেই পূজা কমিটির থিম শিল্পী লক্ষন সমাদ্দার ও সাধারণ সদস্য শুভজিৎ সামন্ত। সঞ্চালক সিঞ্চিতার সাথে পুজোর আড্ডা@জিয়ো বাংলায়, জানলাম তাদের পুজোর বিষয়। এইবছর ৪০ তম বর্ষে তাদের থিম “পরোয়ানা”। তৃতীয়ার দিন উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তাদের পুজোর পথচলা। অষ্টমীনবমী দুইদিন ব্যাপি সকল পল্লীবাসী তথা দর্শনার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়োজন। পুজো করার পাশাপশি সুরক্ষার দিকটাও খেয়াল রাখতে, মন্ডপ জুড়ে থাকবে অগ্নি নির্বাপন যন্ত্র, বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তি তথা প্রবীনরা যাতে প্রতিমা দর্শন করতে পারে, তার জন্য থাকবে বিশেষ ব্যাবস্থা। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে কালিঘাট মেট্রো, সেখান থেকে অটো ধরে চেতলা ১৭নং বাস স্ট্যান্ডের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...