'ওয়্যারউলফ' বা নেকড়ে মানবের ধারণা পশ্চিমী দুনিয়ায় অতি জনপ্রিয়। ইউরোপের পৌরাণিক কাহিনীতে যে অর্ধেক মানব অর্ধেক নেকড়ের গল্প শোনা যায় সেই আশ্চর্য প্রাণীই 'ওয়্যারউলফ' নামে পরিচিত। হলিউডের ছবি 'দ্য ওলফ ম্যান', 'টোয়াইলাইট', 'আন্ডারওয়ার্ল্ড' ও সম্প্রতিকালের 'ওয়্যারউলফ বাই নাইটস', ভারতে 'ভেড়িয়া'র মতো ছবিতে আমরা এই প্রাণীটির দেখা পেয়েছি। কিন্তু আশ্চর্য প্রাণীটির উল্লেখ রয়েছে প্রাচীন গ্ৰীসের একটি পৌরাণিক কাহিনীতে। সেই গল্প অনুযায়ী, একবার আর্কাডিয়া সাম্রাজ্যের রাজা লাইসিওনের আমন্ত্রণে তার প্রসাদ দেখতে এসেছিলেন দেবতা জিউস। গ্ৰীক ধর্ম মতে কোনও মানুষকে মারা ক্ষমার অযোগ্য অপরাধ। রাজা এই সত্যটা জানা সত্ত্বেও নিজের পুত্রকে হত্যা করে তার মাংস খেতে দিয়ে ছিলেন জিউসকে। জিউস এই ঘটনা জানার পর রাজাকে অভিশাপ দেন। যার ফলে রাজা এক নেকড়ে মানবে পরিণত হয়।
সেই সময়ে গ্ৰীসে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত ছিল। পূর্ণচন্দ্রের রাতে কেউ যদি খোলা আকাশের নিচে ঘুমায় তাহলে সে নেকড়ে মানবে পরিণত হবে নেকড়ে যেখান থেকে জল খেয়েছে সেই জল যদি ছোয়া হয় তাহলেও নেকড়ে মানবে পরিণত হবে। ১৫৮৯ সালে জার্মানিতে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তার কাছে নেকড়ের চামড়া দিয়ে তৈরি একটি বেল্ট রয়েছে। আর সেই বেল্ট পরে তিনি নেকড়ে মানবে পরিণত হয়ে অসংখ্য মানুষের প্রাণ নিয়েছেন। ঐ ব্যক্তির এই গল্প কেউ বিশ্বাস করেননি। সকলের ধারণা তিনি মানসিক ভারসাম্যহীন। তবে এটা ঠিক যে পৃথিবীর নানা দেশে এমন কিছু মানসিক ভারসাম্যহীন মানুষের দেখা মিলেছে যাদের ধারণা তারা নেকড়ে মানবে। এই ধরনের মানসিক রোগের নাম 'হাইপারট্রাইপোসিস'। তবে 'ওয়্যারউলফ' বাস্তবে আছে কী নেই? এই নিয়ে সন্দেহ থাকলেও মানুষের মনে প্রাণীটিকে নিয়ে যথেষ্ট ভয় রয়েছে।
অনেকের ধারণা এই কাল্পনিক ও ভয়ঙ্কর প্রাণীটির উল্লেখ কেবল পশ্চিমী দুনিয়ার পৌরাণিক কাহিনীতেই রয়েছে। কিন্তু এমনটা নয়। ইউরোপ ও আমেরিকার মতো ভারতেও এই নেকড়ে মানবের গল্প প্রচলিত রয়েছে। সম্প্রতি বহু আলোচিত হিন্দি ছবি 'ভেড়িয়া'তে এই পৌরাণিক কাহিনীর উপরেই নির্মিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে এই কাহিনী প্রচলিত। স্থানীয়দের বিশ্বাস 'ইয়াপুম' নামক একটি প্রাণী রয়েছে যেটার সঙ্গে অনেক মিল রয়েছে 'ওয়্যারউলফ'-এর। নেকড়ে মানবের কামড় খেলে তখন সে মানুষ 'ইয়াপুম' নামক এক ভয়ঙ্কর প্রাণীর রূপ ধারণ করে। এই প্রাণীর কিছু অজানা গল্পই খুব শীঘ্র 'ভেড়িয়া' ছবিতে দেখতে পাবে দেশবাসী।