চাঁদের গায়ে রহস্যময় আলো

বছরের প্রথম চন্দ্রগ্রহণ। মহাকাশের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর ঠিক সেই সময়েই ঘটলো এক রহস্যময় ঘটনা। অন্ধকার চাঁদের উপর হঠাৎ জ্বলে উঠলো এক বিন্দু আলো। হঠাৎ চাঁদের গায়ে আলো দেখে বিস্ময়ের সীমা থাকে না। মহাকাশবিজ্ঞানীদের দাবি অনুযায়ী, চাঁদের উপর একটি  ছোট গ্রহাণু আছড়ে পড়ার ফলেই জ্বলে উঠেছিল সেই আলো।

      এর আগেও চাঁদের উপর গ্রহাণু আছড়ে পড়ার ছবি দেখে মহাকাশ গবেষকরা কিন্তু গ্রহণের সময়ে এরকম মহাজাগতিক দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলেই দাবি তাদের। যদিও এর সাথে গ্রহণের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণু আছড়ে পড়ার সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোডের সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। প্রথমে ঘটনাটিকে ক্যামেরার লেন্সের ত্রূটি বলে ধরা হলেও পরে সম্পূর্ণ বিষয়টি বোঝা যায়।

       গবেষণার ফলে জানা যায়, চাঁদের উপর আছড়ে পড়া গ্রহাণুটি ছিল ২ কিলোগ্রাম ওজনের একটি বড় ফুটবলের মতো। চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকার ফলে চন্দ্রপৃষ্ঠে বারবার আছড়ে পড়ে উল্কাপৃথিবীর বায়ুমণ্ডল থাকার দরুণ পৃথিবীর দিকে ধাবিত উল্কা বা গ্রহাণুসমূহ বাতাসের সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...